ঝাড়খণ্ডের নির্বাচনে হারলো মোদির বিজেপি
মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়ের পর এবার ঝাড়খণ্ডেও ধাক্কা খেলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি-বিজেপি।
বিজেপিকে সরিয়ে ওই রাজ্যে ক্ষমতায় আসছে কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) জোট।
৩০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পাঁচ ধাপে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হয়।
ঝাড়খণ্ডের ৮১ আসনের মধ্যে ৪১ আসন পেলেই সরকার গঠন করা যায়। নির্বাচনের ফলাফল অনুযায়ী কংগ্রেস সমর্থিত জেএমএম জোট মোট ৪৪টি আসনে বিজয় লাভ করে রাজ্য সরকার গঠন করতে যাচ্ছে।
অন্যদিকে ক্ষমতাসীন বিজেপি জয় পেয়েছে মাত্র ২৭টি আসনে।
জেএমএম জোটের হেমন্ত সৌরেন হতে যাচ্ছেন ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী।
নির্বাচনের ফলাফল সম্পর্কে নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের বিভিন্ন স্থানে উল্লাস করতে দেখা গেছে জোটের সমর্থকদের। কোথাও চলছে মিষ্টিমুখ, আবার কোথাও বাজি পোড়ানো।
নিজের টুইটার হ্যান্ডেলে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বিজয়ী হেমন্ত সৌরেন লেখেন, “এ বিজয় আমি ঝাড়খণ্ডের জনগণকে উৎসর্গ করছি।”