দিল্লির দাঙ্গা: ইতিহাসের পুনরাবৃত্তি মনে করে দেওয়া ১০ পোস্টার
ভারতের রাজধানী নিয়ে এখন তিনটি শব্দ সবচেয়ে অর্থবহ 'দিল্লি এখন পুড়ছে'। সংবাদের বিষয়বস্তু হোক বা পাঠকের হৃদয়, সবখানেই স্থান করে নিয়েছে এই তিন শব্দের সমাহার।
গত চারদিন ধরে উত্তর-পূর্ব দিল্লি রূপ নিয়েছে এই সহিংস মুসলিম বিরোধী দাঙ্গার কেন্দ্রস্থলে। তবে ভারতীয় সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় দাঙ্গা কোনো অভিনব আবিষ্কার নয়, বরং এর মূল সেদেশের ইতিহাস আর সাম্প্রদায়িক সংস্কৃতির অনেক গভীরে প্রথীত। খবর স্কুপহুফের।
অভিজ্ঞতা সম্পন্ন এবং ইতিহাস সচেতন ব্যক্তিরা অবশ্য ভালো করেই জানেন বর্তমানে যা হচ্ছে তা অতীত ইতিহাসেরই পুনরাবৃত্তি। ইতিহাসের অন্ধগলির মুখ যখন খুলে যায়, তখন এভাবেই ফিরে আসে নারকীয়তার নতুন আঙ্গিকের মঞ্চায়ন।
দিল্লি দাঙ্গার ব্যাপারটাও আসলে তাই। তবে বর্তমান প্রজন্মের অনেকেই ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গা বা ১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংসের পর সৃষ্ট হত্যাযজ্ঞের ইতিহাস ভুলে গেছেন। এসব ইতিহাসকে সংক্ষেপে তুলে ধরতে পারে অতীত ও বর্তমান ঘটনার ছবি দিয়ে তৈরি ১০টি পোস্টার।
ইতিহাসের পুনরাবৃত্তি নিয়ে যারা ঘোর সন্দিহান তারা চাইলে এসব পোস্টারে একটু চোখ বুলিয়ে নিতে পারেন।
ছবি তো দেখা হলো, এবার জর্জ বানার্ড শ'র একটি উক্তি পড়া যাক চিন্তার খোরাক হিসেবে।
বিখ্যাত এই আইরিশ সাহিত্যিক বলেছেন, 'যদি ইতিহাসের পুনরাবৃত্তি হয়, আর তখন যদি মানুষ মনে করে যা অপ্রত্যাশিত ছিল সেটাই হচ্ছে, তাহলে মানুষ যে অতীত অভিজ্ঞতা থেকে কোনো শিক্ষা নিতে পারেনি সেটাই বারবার প্রমাণিত হয়।'