পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইছে তৃণমূল: বিজেপি নেতা শুভেন্দু
'জয় বাংলা' স্লোগান দিয়ে তৃণমূল ভারতের পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইতে বলে মন্তব্য করেছেন দীর্ঘ সময় তৃণমূলের রাজনীতি করে সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতা শুভেন্দু অধিকারী।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে তৃণমূল-বিজেপির চলমান কথার লড়াইয়ে রোববার আলিপুরদুয়ারে এক জনসভায় 'খেলা হবে' স্লোগান নিয়েও তৃণমূলকে পালটা আক্রমণ করেন তিনি।
শুভেন্দু বলেন, "ওরা এই স্লোগান আমদানি করে রাজ্যটাকে বাংলাদেশ বানাতে চাইছে। 'জয় বাংলা'র মতো 'খেলা হবে' স্লোগানও বাংলাদেশ থেকে ধার করেছে তৃণমূল।"
শুভেন্দু বলেন, " তৃণমূলের যা ইচ্ছা করতে পারে, তাতে কিছু যায় আসে না। আসন্ন নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মোদিজির নেতৃত্বে বিজেপি সরকার নির্বাচনে জিতবে ও ক্ষমতায় আসবে। মোদি ও অমিত শাহ যে স্লোগান দিয়েছিলেন '২০১৯-এ হাফ, ২০২১-এ সাফ'- সেটাই হতে চলেছে।"
"তৃণমূল সরকার পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চায়। একারণেই এই স্লোগান তারা বাংলাদেশ থেকে নিয়ে এসেছে। আর আমাদের স্লোগান হলো, 'ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম', যোগ করেন শুভেন্দু।