পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড
রাষ্ট্রদ্রোহের মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পাকিস্তানের পেশওয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ওয়াকার আহমেদ শেঠের নেতৃত্বে গঠিত তিন সদস্য বিশিষ্ট এক বিশেষ আদালত বেঞ্চ এই আদেশ দেন।
পাকিস্তানের ইতিহাসে এই প্রথমবারের মতো কোন সাবেক সেনাপ্রধানকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হলো।
বিশেষ আদালতের এই রায়ের প্রেক্ষিতে আপিল বিভাগে আপিল করা যাবে।
২০১৩ সালে পাকিস্তান মুসলিম লীগ ক্ষমতায় এলে মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয় এবং ২০১৪ সালের ৩১ মার্চ তাকে এ মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে তালিকাভুক্ত করা হয়।
২০১৪ সালে চিকিৎসার প্রয়োজনে দেশের বাইরে যাবার অনুমতি দেয়ার পর থেকেই দুবাই ও লন্ডনে বাস করছেন পারভেজ মোশাররফ।
বারবার আদালতের আদেশের পরও দেশে ফেরেন নি তিনি।