পাকিস্তানে চীনা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু
চীনা কোম্পানি ক্যানসিনোবায়ো উদ্ভাবিত কোভিড-১৯-এর প্রার্থী ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের (ফেজ থ্রি) ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে পাকিস্তান। মঙ্গলবার দেশটির এক মন্ত্রী এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানিটির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
'পাকিস্তানে এইমাত্র একটি কোভিড-১৯ ভ্যাকসিনের ফেজ থ্রি ট্রায়াল শুরু হলো,' টুইটবার্তায় জানান দেশটির পরিকল্পনামন্ত্রী আসাদ ওমর।
তিনি আরও জানান, চীনা কোম্পানি উদ্ভাবিত ওই ভ্যাকসিনের এই ট্রায়ালে ৭ দেশের মোট ৪০ হাজার মানুষ অংশ নেবেন, যাদের মধ্যে ৮ থেকে ১০ হাজার পাকিস্তানি।
আগামি ৪ থেকে ৬ মাসের মধ্যে প্রাথমিক ফল পাওয়ার আশা প্রকাশ করেন ওই মন্ত্রী।
এদিকে ট্রায়াল ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বলে জানান ফার্মাসিউটিক্যাল কোম্পানিটির কর্মকর্তা ড. হাসান।
- সূত্র: টাইমস অব ইন্ডিয়া