পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
২০২১ সালের ১ জানুয়ারি থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে।
সব জাতের পেঁয়াজ রপ্তানির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত।
২০২১ সালের ১ জানুয়ারি থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে। ভারতের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের দপ্তর থেকে ইস্যু করা এক বিজ্ঞপ্তি সূত্রে এব্যাপারে জানা গেছে।
এর আগে গত সেপ্টেম্বরে স্থানীয় বাজারে দর সহনীয় পর্যায়ে রাখতে সকল জাতের পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেয় ভারত। দেশটিতে ভয়াবহ বন্যায় অনেক পেঁয়াজের আবাদি জমি তলিয়ে যাওয়ার পরপরই এ ঘোষণা দেয় কেন্দ্রীয় সরকার।