বিজেপিকে হারিয়ে ঝাড়খণ্ডে সরকার গঠন করছেন হেমন্ত সৌরেন
ভারতের ঝাড়খণ্ড রাজ্যে কংগ্রেস সমর্থিত জেএমএম জোটের বিজয়ের পর মুখ্যমন্ত্রী পদে হেমন্ত সৌরেন ছাড়া আর কোনো দাবিদার নেই। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) জোটে সরকার গঠনের তৎপরতা তুঙ্গে। প্রাথমিক ভাবে মন্ত্রিসভার রূপরেখাও তৈরি করে ফেলেছেন জোট নেতারা।
জেএমএম এবং রাঁচির রাজভবন সূত্রে জানা গেছে, হেমন্ত সোরেনের শপথ গ্রহণ হতে পারে ২৭ ডিসেম্বর। খবর আনন্দবাজারের।
গতকাল সোমবার ঝাড়খণ্ড রাজ্যে বিধানসভার নির্বাচনে ৮১ টি আসনের মধ্যে ৪৭ টি আসন পেয়ে বিজয়ী হয়েছে জেএমএম জোট। নির্বাচনে ভরাডুবি হয়েছে কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপির।
সরকার গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত মঙ্গলবার রাঁচিতে দলের বৈঠকে বসেন হেমন্ত। বৈঠকে থাকার কথা রয়েছে ঝাড়খণ্ডের তিন বারের মুখ্যমন্ত্রী হেমন্তের বাবা শিবু সৌরেন এরও।
দলের বিভিন্ন সূত্রের খবর, সেই বৈঠকেই হেমন্তকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করবেন দলের বিধায়করা। তার পর বুধবার রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের দাবি করতে পারেন হেমন্ত। শপথগ্রহণ হতে পারে ২৭ ডিসেম্বর।
মন্ত্রিসভার রূপরেখা কেমন হতে পারে, তা নিয়েও একটি ধারণা তৈরি হয়েছে বলে তিন দলের জোট সূত্রে খবর।
প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, মুখ্যমন্ত্রীসহ ৬টি দপ্তর থাকবে জেএমএম-এর হাতে। কংগ্রেসের হাতে থাকতে পারে বিধানসভার স্পিকার-সহ ৫টি দপ্তর। একটি দপ্তর দেওয়া হতে পারে লালুপ্রসাদের দল আরজেডিকে।