বৈরুতের 'সেই' জায়গায় আবার অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল গোটা লেবাননজুড়ে
এক মাস অতিক্রান্ত হতে না হতেই ফের বিস্ফোরণ লেবাননের রাজধানী বৈরুতে। গত ৪ আগস্টের সেই ভয়াবহ বিস্ফোরণে ২০০ জনের বেশি মানুষের মৃত্যু ঘটেছিল। বৃহস্পতিবার ওই একই জায়গায় ফের অগ্নিকাণ্ডের ঘটেছিল বলে জানা গেছে।
গত ৪ অগস্ট বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল। সেই ঘটনা এখনও মানুষের মন থেকে মুছে যায়নি। তার মধ্যেই আবার আগুন লাগল সেখানেই। যদিও এবারের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। নিশ্চিত হওয়া যায়নি আহত বা মৃত্যুর ঘটনা সম্পর্কেও।
লেবানিজ সেনাবাহিনী জানায়, অগ্নিকাণ্ডের জেরে গোটা আকাশ ধোঁয়ায় ঢেকে যায়। জানা যায় বন্দরের আরেকটি গুদামে আগুন লাগে। গুদামে যানবাহনের টায়ার এবং ইঞ্জিনের তেল ছিল।
এ অবস্থায় সেনাবাহিনীর তরফ থেকে বৈরুত বন্দর খালি করতে বলা হয়েছে। সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও'তে দেখা যায়, কর্মীরা ওই এলাকা ছেড়ে পালাচ্ছেন।
গত মাসের বিস্ফোরণেই প্রচুর বাড়ি-ঘর সম্পূর্ণ ধংস হয়ে যায় বৈরুতে। অনেক বাড়িও ভেঙেও যায়। বিস্ফোরণের তীব্রতায় অনেক দূরের বাড়ির কাঁচের দরজা-জানালা ভেঙে যায়। বিস্ফোরণের তীব্রতা ছিল ভূমিকম্পের মতো। সমগ্র বৈরুতে শহর জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছিল। বৃহস্পতিবার আবারো সেই আতঙ্কই ছড়ায় সকলের মাঝে।
- সূত্র: এই সময়