ব্রাজিলে দৈনিক মৃত্যুর নয়া রেকর্ড
একদিনের মৃতের সংখ্যা এক হাজার ৭৯ জনে উন্নীত হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। করোনা সংক্রমণে পুরো লাতিন আমেরিকার মাঝে এক 'উষ্ণকেন্দ্র' ভূমিতে পরিণত হয়েছে দেশটি। গতকাল মঙ্গলবার ২৪ ঘণ্টায় প্রাণহানির এসব ঘটনা ঘটে।
তবে দেশটির উগ্র ডানপন্থি রাষ্ট্রপতি জেইর বলসোনারো কিন্তু তার ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই 'অনির্ভরযোগ্য' ওষুধের গুণে জাতিকে ভরসা রাখতে বলেছেন।
অনেকটা ট্রাম্পের সুরেই তিনি গতকাল ম্যালেরিয়ার ওষুধ 'ক্লোরোকুইন' ব্যবহারে আক্রান্তরা সেরে উঠবে বলে এটির ব্যবহার বৃদ্ধির তাগিদ দেন।
বলসোনারো এমন সময় একথা বলেছেন যখন তার ঘনিষ্ঠ মদতদাতা ট্রাম্প ব্রাজিলে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা বিবেচনা করার কথা জানিয়েছেন। খবর রয়টার্সের।
দৈনিক মৃত্যুর সংখ্যা বিচারে এখন পর্যন্ত গতকালই ছিল ব্রাজিলের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দিন। এর আগে গত ১২মে রেকর্ড ৮৮১টি মৃত্যু ঘটে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ক্রমশ ছড়িয়ে পড়া মহামারিতে দেশটিতে মঙ্গলবার পর্যন্ত মোট ১৭ হাজার ৯৭১ জন মারা গেছেন।
সংক্রমণের সংখ্যায় এর আগে গত সোমবার যুক্তরাজ্যকে পেছনে ফেলে দেশটি। এই তালিকায় এখন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পরেই অবস্থান করছে ব্রাজিল। মোট সংক্রমিতের সংখ্যা দুই লাখ ৭১ হাজার ৬২৮ জন।