ভারতে ভ্যাকসিনের জরুরি ব্যবহার অনুমোদনের আবেদন প্রত্যাহার করলো ফাইজার
ফাইজার ইঙ্ক ভারতে ভ্যাকসিনের জরুরি ব্যবহার অনুমোদনের আবেদন প্রত্যাহার করে নিয়েছে। শুক্রবার বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
ভারতে কোভিড-১৯ ভ্যাকসিনের জরুরি ব্যবহার অনুমোদনের জন্য প্রথম আবেদনকারী প্রতিষ্ঠান ফাইজারের সাথে গত বুধবার দেশটির ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
"বৈঠকে আলোচনার ও নিয়ন্ত্রক সংস্থার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, " রয়টার্সে প্রকাশিত এক বিবৃতিতে জানায় প্রতিষ্ঠানটি।
নিয়ন্ত্রণ সংস্থার জন্য প্রয়োজনীয় তথ্যসহ ভবিষ্যতে আবারও জরুরি ব্যবহার অনুমোদনের আবেদন করা হতে পারে বলেও জানিয়েছে ফাইজার।
- সূত্র: রয়টার্স