ভারতে ২১ দিনের লকডাউন, ঘোষণা মোদির
ভারতে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে তিন সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করলেন। মঙ্গলবার মধ্যরাত থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এই লকডাউন চলবে। ওই সময়ে কোনো নাগরিকের বাড়ির বাইরে পা রাখা উচিত নয় বলে জানিয়েছেন মোদি। খবর আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্তান টাইমসের।
নরেন্দ্র মোদি বলেন, রাজ্য সরকারগুলোকে বলা হয়েছে এখন শুধু নজর করোনার ওপর রাখার জন্য। টেস্টিং ব্যবস্থা ও রোগীদের চিকিৎসার পরিকাঠামো বৃদ্ধি করতেও কেন্দ্র ও রাজ্য সচেষ্ট বলে জানান তিনি।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ২১ দিন দীর্ঘ সময়; কিন্তু এই লকডাউন না মানলে দেশ ২১ বছরের জন্য পিছিয়ে যাবে। তিনি বলেন, 'দেশের প্রধানমন্ত্রী হিসাবে নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হিসাবে এমন অনুরোধ করছি। এই কটা দিন বাইরের জীবন ভুলে যান।'
জাতির উদ্দেশ্যে মোদি আরও বলেন, 'আপনাদের জীবন আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস প্রত্যেক ভারতবাসী সরকারের নির্দেশ মেনে চলবেন। আশা করি খুব শীঘ্র এই সঙ্কট কাটিয়ে বেরিয়ে আসতে পারব আমরা।'
তিনি বলেন, 'এই সঙ্কটের সময় ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না।'