রোববার থেকে খুলে দেওয়া হচ্ছে মদিনার মসজিদে নববী
আগামীকাল রোববার থেকে ধীরে ধীরে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে মদিনার মসজিদ নবমী। তবে কা'বা শরীফসহ মক্কার মসজিদগুলো খোলার নির্দেশ দেওয়া হয়নি। শনিবার সৌদি আরব সরকার এই ঘোষণা দেয়।
আরব নিউজের এক প্রতিবেদনে এই খবর জানা যায়।
কোভিড-১৯ সংক্রমণ রোধে যে কারফিউ জারি করা হয়েছিল, রোববার থেকে তা শিথিল করার সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। এর প্রেক্ষিতে মক্কা ব্যতীত দেশটির অন্যান্য অঞ্চলের মসজিদগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার দেশের মসজিদগুলো সরেজমিনে পরিদর্শন করেন সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রী আবদুল্লাতিফ বিন আব্দুলাজিজ আল শেখ। পরিদর্শন শেষে মসজিদগুলোকে মুসল্লিদের ইবাদতের জন্য প্রস্তুত বলে ঘোষণা দেন তিনি।
আবদুল্লাতিফ বিন আব্দুলাজিজ আল শেখ বলেন, 'আমাদের সকল মসজিদ সম্পূর্ণ সুরক্ষিত ও প্রস্তুত অবস্থায় আছে।'
দেশটির ৯০ হাজার মসজিদ মুসল্লিদের জন্য উন্মুক্ত করার আগে জীবাণুমুক্ত করছে সৌদি সরকার।