মদিনায় জড়ো প্রযুক্তি বিশেষজ্ঞরা, মদিনা হতে যাচ্ছে ভবিষ্যতের শহর!
মদিনাকে কীভাবে একটি ভবিষ্যতের শহর হিসেবে গড়ে তোলা যায়, সে ব্যাপারে আলোচনা করতে এ সপ্তাহে শহরটিতে জড়ো হয়েছেন স্থানীয় এবং আন্তর্জাতিক প্রযুক্তি বিশেষজ্ঞ, ব্যবসায়ী ও নেতারা।
৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত 'স্মার্ট মদিনা ফোরাম' নামের দুই দিনব্যাপী সম্মেলনটি হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল মদিনাকে সৌদি আরবের শীর্ষ তিনটি বাসযোগ্য শহরের মধ্যে একটি হিসেবে প্রতিষ্ঠা করতে সম্ভাব্য উপায়গুলো খুঁজে বের করা।
সম্মেলনে যেসব সুনির্দিষ্ট লক্ষ্য আলোচিত হয়েছে, তার মধ্যে রয়েছে- শহরের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ শতাংশ বাড়ানো এবং ২০৩০ সালের মধ্যে বেকারত্বের হার ৫ শতাংশ কমানো।
এছাড়া শহরে প্রযুক্তিগত কিছু পরিবর্তন আনার ব্যাপারেও গুরুত্বারোপ করা হয় এ ফোরামে। যেমন, ফাইভজি ও ফাইবার অপটিক নেটওয়ার্ক তৈরি, উন্নত যোগাযোগ ও তথ্য প্রযুক্তি অবকাঠামো নির্মাণ এবং সকল ক্ষেত্রে স্মার্ট প্রযুক্তির ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
তিনটি প্যানেল আলোচনা এবং ১২ জন বিখ্যাত বক্তার উপস্থাপনা প্রদর্শিত হয় এই ফোরামে। বক্তারা মদিনাকে একটি স্মার্ট শহর হিসেবে গড়ে তুলতে ছয়টি খাতের উপর প্রাধান্য দেওয়ার কথা বলেছেন। সেগুলো হচ্ছে: পর্যটন, পরিবেশ, ব্যবসা, পুরানো অঞ্চল, জনকল্যাণ ও গতিশীলতা।
ফোরামে হওয়া ছয়টি কর্মশালায় মোট ১৪৮ জন অংশ নিয়েছেন। কর্মশালাগুলো থেকে প্রায় পাঁচ শতাধিক নতুন আইডিয়া বের হয়েছে। এসব আইডিয়ার উপর ভিত্তি করে প্রতিটি সেক্টরে উন্নয়নের কেস স্টাডি করা হবে।
আল-মদিনা উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান তথ্য বিশ্লেষক ও উদ্ভাবন কর্মকর্তা আব্দুর রহমান ইব্রাহিম বলেন, "স্মার্ট মদিনা প্রোগ্রামের কৌশল এবং লক্ষ্যগুলো অত্যন্ত মানবকেন্দ্রিক। নাগরিক চ্যালেঞ্জগুলোর দিকে দৃষ্টিপাত করে সঠিক প্রযুক্তিগত সমাধান খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে এখানে।"
সারা বিশ্বের মুসলমানদের কাছে মদিনা একটি জনপ্রিয় গন্তব্য। শহরের যানজট স্থানীয় নাগরিক ও যাত্রীদের একটি প্রধান সমস্যা। স্মার্ট শহর হওয়ার পথে শহরের যানবাহন সমস্যা সমাধান করাকে প্রথমেই অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান ইব্রাহিম।
দ্বিতীয় স্মার্ট মদিনা ফোরাম ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।
সূত্র: আরব নিউজ।