মহামারিতে বিশ্বব্যাপী ১০ লাখেরও বেশি শিশু অভিভাবক হারিয়েছে: ল্যানসেট
গত ১লা মার্চ ২০২০ থেকে ৩০ এপ্রিল ২০২১ এর মধ্যে বিশ্বব্যাপী ১১.৩৪ লাখ শিশু করোনায় অভিভাবক হারিয়েছে।
সম্প্রতি বিজ্ঞান সাময়িকী ল্যানসেটের প্রকাশিত এক প্রতিবেদনে এমনই অনুমানের কথা উল্লেখ করা হয়েছে।
সেখানে আরও বলা হয়, মহামারিতে অভিভাবক হারিয়ে অনাথ হয়েছে ভারতেরই প্রায় ১.২ লাখ শিশু।
হিসেব অনুযায়ী, মেক্সিকো (১.৪ লাখ) এবং ব্রাজিলের (১.৩ লাখ) পরেই কোভিডে অনাথ শিশুর সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে ভারত।
যেকোন একজন, অর্থাৎ মা কিংবা বাবার মৃত্যু হয়েছে এমন শিশুর সংখ্যা বিশ্বব্যাপী ১০.৪২ লাখ। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সংখ্যাটা ১.১৬ লাখ।
মায়ের তুলনায় বাবাকে হারিয়েছে এমন শিশুর সংখ্যা পাঁচগুণ বেশি। ভারতে আনুমানিক ২৫,৫০০ শিশু তাদের মাকে করোনায় হারিয়েছে। অন্যদিকে ৯০,৭৫১ জনের বাবা করোনায় গত হয়েছেন। ১২ জন শিশু মা-বাবা দু'জনকেই হারিয়েছে।