মাস্ককে টপকে ফের শীর্ষ ধনী বেজোস
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় টানা ছয় সপ্তাহ দ্বিতীয় স্থানে থাকার পর ফের শীর্ষস্থান ফিরে পেয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।
আর পুঁজিবাজারের দরপতনে ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স র্যাংকিংয়ে শীর্ষ থেকে দুইয়ে চলে গেলেন প্রযুক্তি পণ্য ও বৈদ্যুতিক মোটরগাড়ির নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্ক।
বুধবার সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার টেসলার শেয়ারের দর ২ দশমি ৪ শতাংশ কমে যাওয়ায় প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েন ইলন মাস্ক যে কারণে তিনি তালিকায় দ্বিতীয় অবস্থানে চলে যান।
অন্যদিকে শেয়ারবাজারের দরপতনে জেফ বেজোসেরও সম্পদের ক্ষতি হয়েছে তবে তা মাস্কের মতো অতোটা বেশি নয়। এ দরপতনে বেজোসের ক্ষতি হয়েছে প্রায় ৩৭২ বিলিয়ন ডলার।
ব্লুমবার্গের এই ইনডেস্ক বলছে, বর্তমানে জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৯১ বিলিয়ন মার্কিন ডলার এবং মাস্কের সম্পদ আছে ১৯০ বিলিয়ন মার্কিন ডলারের।
শীর্ষ ধনীদের এ তালিকায় মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস আছে তিনে যার সম্পদের পরিমাণ ১৩৭ বিলিয়ন মার্কিন ডলার।