মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে গামছায় মুখ ঢাকলেন মোদি
মামুলি গামছাকেই ফের পাদপ্রদীপের আলোয় আনলেন নরেন্দ্র মোদি। গতকাল শনিবার লকডাইনের সময়সীমা বৃদ্ধি এবং করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ভারতের ১৩টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স চলাকালে, সাদা রঙের একটি গামছায় মুখ ঢেকেই তাতে সভাপতিত্ব করেন ভারতীয় প্রধানমন্ত্রী।
ভারতের ১৩০ কোটি জনতার জন্য যথেষ্ট সংখ্যক মাস্কের ব্যবস্থা না করতে পারায়, মোদি সরকার সমালোচনার মুখে পড়েছে। এই অবস্থায় দুই দিন আগে মোদি বারাণসীর বিজেপি নেতাদের উদ্দেশ্যে গামছা পড়ার পরামর্শ দিয়েছিলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার
এসময় তিনি বলেন, উত্তরপ্রদেশের মানুষ গামছাই মুখ ঢাকতে অভ্যস্ত, মাস্কের মতোই গামছা পড়েই যথেষ্ট সুরক্ষা পাওয়া যাবে।
তার এই বক্তব্যের পর বিরোধী দলগুলো অভিযোগ করে, জনতার জন্য মাস্কের সরবরাহ নিশ্চিতে ব্যর্থ হয়েই মোদি গামছায় মুখ ঢাকার কথা বলছেন।
কিন্তু এটা যে শুধু কথার কথা নয়, গতকালকের বৈঠকে গামছা পড়ে যোগ দিয়ে সেটাই যেন প্রমাণ করতে চাইলেন ভারতীয় প্রধানমন্ত্রী।
গামছা ভারতের উত্তর প্রদেশ, বিহার, আসাম এবং পশ্চিম বাংলায় বহুল প্রচলিত। দিনমজুর, রিকশাওয়ালা থেকে শুরু করে অনেক খেটে খাওয়া মানুষ গামছা ব্যবহার করেন।