যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ‘দীর্ঘতম’ পাচার সুড়ঙ্গের সন্ধান
মেক্সিকো সীমান্তে এ যাবতকালের সবচেয়ে বড় পাচার সুড়ঙ্গের সন্ধান পাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চার হাজার ৩০৯ ফুট দীর্ঘ এ সুড়ঙ্গে একটি লিফট, রেল ট্র্যাক, পানি নিষ্কাশন, বাতাস চলাচল ব্যবস্থা ও হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তার রয়েছে।
সরু এ পথটি মেক্সিকোর তিজুয়ানা শহরের একটি শিল্প এলাকার সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোকে সংযুক্ত করেছে।
সুড়ঙ্গ পাওয়ার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। সেখান থেকে কোনো মাদকদ্রব্যও উদ্ধার হয়নি।
এ সুড়ঙ্গটি নির্মাণে সন্দেহভাজনদের নাম প্রকাশ করেননি মার্কিন কর্মকর্তারা। তবে ওই সীমান্ত এলাকায় তৎপরতা রয়েছে মেক্সিকোর মাদকচক্র সিনালোয়ার।
যুক্তরাষ্ট্র সরকার সিনালোয়াকে বিশ্বের সর্ববৃহৎ মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর একটি মনে করে। এর প্রতিষ্ঠাতা ও দীর্ঘ সময়ের প্রধান জোয়াকিন ‘এল চাপো’ গুজম্যান যুক্তরাষ্ট্রের কারাগারে যাবজ্জীবন কারাভোগ করছেন।
গত বছরের আগস্টে সুড়ঙ্গটি আবিষ্কৃত হয়। মেক্সিকোর কর্মকর্তারা এর প্রবেশমুখ শনাক্ত করেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের তদন্তকারী এর ওপর জরিপ চালান।
বুধবার এ বিষয়ে তথ্য-উপাত্ত প্রকাশ করা হয়।
যুক্তরাষ্ট্রের কাস্টমস ও বর্ডার প্রটেকশন জানায়, সুড়ঙ্গপথটি সাড়ে পাঁচ ফুট উঁচু ও দুই ফুট চওড়া। এটি নির্মাণে কত সময় লেগেছে, তা নিশ্চিত নয়।