রাষ্ট্র নিয়ন্ত্রিত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানকে প্রচলিত বিদ্যালয়ে পরিণত করলো ভারত
ভারতের পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের ক্ষমতায় রয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি। হিন্দু জাতীয়তাবাদী এ দলটি রাজ্যের রাষ্ট্রনিয়ন্ত্রিত ইসলামী শিক্ষাকেন্দ্র তথা মাদ্রাসাগুলোকে প্রচলিত বিদ্যালয়ে রূপান্তর করার আইন পাস করেছে। মাদ্রাসায় মান-সম্মত শিক্ষা দেওয়া হয় না এমন যুক্তি দেখিয়েই এ পরিবর্তন আনা হয়।
রাজ্য ও কেন্দ্রের বিরোধীদলীয় রাজনীতিকরা এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে সরকারের মুসলিম বিরোধী আচরণ এর মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে।
আসামের শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা রাজ্য আইনসভায় জানান, সাম্প্রতিক আইনের আওতায় আগামী এপ্রিল নাগাদ বন্ধ হবে আসামের ৭ শতাধিক রাষ্ট্র নিয়ন্ত্রিত মাদ্রাসা।
এসময় তিনি বলেন, "মসজিদের ইমামের পরিবর্তে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় থেকে আমাদের আরও চিকিৎসক, পুলিশ অফিসার, আমলা ও শিক্ষক দরকার।" শর্মা তার মুসলিম বিদ্বেষী মনোভাবের কারণে ইতোমধ্যেই নিজ দল ভারতীয় জনতা পার্টিতে একজন তারকা রাজনীতিবিদে পরিণত হচ্ছেন। সংখ্যাগুরুদের মধ্যে তার জনপ্রিয়তাও বাড়ছে।
তিনি জানান, মাদ্রাসা কাউকে 'ক্ষণস্থায়ী দুনিয়া আর তার প্রয়োজন মাফিক' যোগ্য করে তুলতে পারে না। এজন্য সরকার এসব প্রতিষ্ঠানকে প্রচলিত বিদ্যালয় কাঠামোয় রূপ দেবে।
বিরোধী দলীয় রাজনীতিকরা এ পদক্ষেপ মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ বলে উল্লেখ করেছেন। বিরোধী দল ভারতীয় কংগ্রেসের আইনপ্রণেতা ওয়াজেদ আলী চৌধুরী বলেন, "মুসলিমদের মুছে ফেলার চিন্তাধারা থেকে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।"
এর আগে গত মঙ্গলবার ভারতের উত্তর প্রদেশের এক শতাধিক অবসরপ্রাপ্ত আমলা এবং সরকারি চাকুরে রাজ্যটির বিজেপি শাসিত সরকারের প্রতি ধর্মান্তরিত নারীদের বিবাহ করা অপরাধমূলক কাজ হিসেবে চিহ্নিত করা একটি আইন বাতিলের দাবি জানান। এই আইনটিও মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে অন্যায্যভাবে প্রয়োগের অভিযোগ রয়েছে।
- সূত্র: দ্য গার্ডিয়ান