শিশু যৌন নিপীড়নের ঘটনায় পোপ ফ্রান্সিসের 'লজ্জা' প্রকাশ
ফরাসি ক্যাথলিক চার্চে শিশুদের উপর যৌন নিপীড়নের ঘটনায় বুধবার 'লজ্জা' প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস। চলতি সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে শিশু যৌন নিপীড়নের পরিসংখ্যান ফাঁস হয়।
'ভুক্তভোগীরা যে বিভীষিকার সম্মুখীন হয়েছে, সেজন্য আমি নিজের দুঃখ ও বেদনা প্রকাশ করতে চাই। সেইসঙ্গে এটি আমার লজ্জা, আমাদের লজ্জা। লজ্জা এ কারণে যে, চার্চ দীর্ঘ সময় ধরে এ ঘটনাকে নিজেদের প্রাধান্যশীল বিষয়ের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে অক্ষমতার পরিচয় দিয়েছে,' পোপ তার সাধারণ দর্শক-শ্রোতাদের উদ্দেশ্যে বুধবার এ কথা বলেন।
'আমি প্রার্থনা করছি, আমরা সকলে একত্রে প্রার্থনা করছি -- গৌরবময় প্রভুর নিকট, আমাদের লজ্জার জন্য। এটি লজ্জার সময়।'
এ ধরনের পরিস্থিতির আর 'পুনরাবৃত্তি হবে না', তা নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যেতে অন্যান্য পাদ্রিদের উদ্দেশে আহ্বান জানান ফ্রান্সিস। এরপর তিনি বিচারের সম্মুখীন হতে যাওয়া ফরাসি পাদ্রিদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, 'বিচার প্রক্রিয়াটি হবে কঠিন কিন্তু স্বাস্থ্যকর।'
পোপ ফ্রান্সিস ফরাসি ক্যাথলিকদের আমন্ত্রণ জানিয়ে বলেন, চার্চ সকলের জন্যই নিরাপদ হবে এটি তাদেরও এটি নিশ্চিত করা দায়িত্ব।
এর আগে গত মঙ্গলবার একটি স্বাধীন কমিশন জানায়, ফরাসি ক্যাথলিক চার্চের পাদ্রি ও ধর্মীয় কর্মকর্তারা ১৯৫০-এর দশক থেকে প্রায় ২ লাখ ১৬ হাজার অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি বা শিশুকে যৌন নিপীড়ন করেছেন। সব মিলিয়ে গত সাত দশকে ফরাসি ক্যাথলিক চার্চে পেডোফাইল বা শিশুকামীর সম্ভাব্য সংখ্যা ২ হাজার ৯০০ থেকে ৩ হাজার ২০০ এর মধ্যে।
স্বাধীন কমিশনটি আড়াই বছর ধরে তদন্ত চালিয়ে ২ হাজার ৫০০ পাতার প্রতিবেদনটি প্রকাশ করলে বিশ্বব্যাপী মানুষ ফরাসি ক্যাথলিক চার্চের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে।
ক্যাথলিক চার্চের পাদ্রি ও ধর্মীয় কর্মকর্তা কর্তৃক যৌন নিপীড়নের বিষয়টির উদঘাটন ছিল ২০১৩ সালে পোপ নির্বাচিত হওয়ার সময় ফ্রান্সিসের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি।
সে সময় পোপ ফ্রান্সিস প্রতিশ্রুতি দিয়েছিলেন, পাদ্রি ও ধর্মীয় কর্মকর্তাদের দায়মুক্তির যে প্রচলন, তা বন্ধ করবেন তিনি। সেইসঙ্গে ভ্যাটিকান আইন পরিবর্তনের মাধ্যমে নিপীড়নের বিষয়ে অভিযোগ জানানো বাধ্যতামূলক করবেন। অবশ্য তখনই প্রাক্তন ভুক্তভোগীরা জানিয়েছিলেন যে কেবল এই উদ্যোগ যথেষ্ট হবে না।
গত মঙ্গলবারও তার মুখপাত্রের মাধ্যমে ইস্যুকৃত এক বিবৃতিতে পোপ ফ্রান্সিস ভুক্তভোগীদের প্রতি দুঃখ প্রকাশ করেছিলেন, তবে বুধবার মন্তব্যের মাধ্যমে নিজের অবস্থান আরও ভালোভাবে পরিষ্কারের চেষ্টা করলেন তিনি।
- সূত্র: ফ্রান্স২৪