সম্রাট নারুহিতোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ জাপানের নতুন সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশ-জাপান এর মধ্যকার সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নিতে এ আমন্ত্রণ জানানো হয়। ২০২২ সালে অনুষ্ঠানটি উদযাপন করা হবে।
মঙ্গলবার রাতে টোকিওর ইমপেরিয়াল প্যালেসে আয়োজিত ভোজসভায় সম্রাট ও সম্রাজ্ঞীকে অভিবাদন জানানোর সময় মৌখিকভাবে এ আমন্ত্রণ জানান তিনি।
সম্রাটকে অভিবাদন জানানোর পাশাপাশি রাষ্ট্রপতি তাঁর দীর্ঘায়ু কামনা করেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বুধবার সকালে ইউএনবিকে জানিয়েছেন।
আবদুল হামিদ এ সময় আরও কয়েকজন রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গেও কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানের মূল পর্বে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রাশিদা খানম ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টায় ইমপেরিয়াল প্যালেসের স্টেট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্রাটের সিংহাসন আরোহণ উদযাপনের জাতীয় অনুষ্ঠানের (২২ থেকে ৩১ অক্টোবর) অংশ এটি। এতে বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও অন্যান্য বিশিষ্টজনসহ ১৭৪ দেশের দুই হাজারের মতো অতিথি উপস্থিত ছিলেন।
ভোজসভায় সম্রাট নারুহিতো আনুষ্ঠানিক টোইল কোট ও মেডেল পরিধান করেন। সম্রাজ্ঞী মাসাকো পরেছিলেন সাদা পোশাক ও মুকুট।
জাপানি খাবার পরিবেশন করার আগে অতিথিদের শুভেচ্ছা জানান তাঁরা।
অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা, সংস্কৃতি-বিনিময় ও দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে জাপান ও বাংলাদেশের মধ্যে ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
জাপান বাংলাদেশের একটি প্রধান উন্নয়ন সহযোগী। সম্প্রতি দেশটি বাংলাদেশের আর্থসামজিক উন্নয়ন সহযোগিতা বাড়াচ্ছে।
উল্লেখ্য, জাপান ও সিঙ্গাপুরে আট দিনের সরকারি সফরে সোমবার টোকিও পৌঁছান রাষ্ট্রপতি হামিদ।দেশে ফেরার পথে ২৫-২৭ অক্টোবর সিঙ্গাপুর সফর করবেন তিনি। তাঁর ২৭ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।