সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি নতুন আফগান গভর্নরের নয়
গত ১৭ আগস্ট থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আফগান কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নরের ছবিটি আদতে এক অজ্ঞাত তালেবান সদস্যের। ছবিতে দেখা যাচ্ছে, রাইফেল নিয়ে একজন লোক একটি ডেস্কের সামনে বসে আছেন।
আফগান সরকারের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন হাজী মোহাম্মদ ইদ্রিস। তার পদবী এবং নামের ক্যাপশনসহ এ ছবিটি টেলিভিশন চ্যানেল ইন্ডিয়া টুডে সহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম প্রচার করে।
এছাড়া, ৯ই সেপ্টেম্বর এ ছবি এবং মিথ্যা বিবৃতি সহ একটি টুইট করেন ফ্রান্সে লা পয়েন্টের একজন সাংবাদিক। ৫ হাজারের ওপরে লাইক আসে তার ঐ পোস্টে।
ছবিটি মোহাম্মদ ইদ্রিসের নয় এবং সম্ভবত এটি কেন্দ্রীয় ব্যাংকে তোলা হয়নি
গত ২৩ আগস্ট ফেসবুকে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের পোস্ট করা অফিসিয়াল ছবির সঙ্গে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটির তুলনায় দেখা যায় যে, তারা দু'জন ভিন্ন ব্যক্তি।
এছাড়া, আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে তোলা তালেবানের নতুন সরকার ঘোষণার বৈঠকের অফিসিয়াল ছবিতে মোহাম্মদ ইদ্রিসকে টেবিলের এক পাশে বসে থাকতে দেখা যায়। ছবিটির ক্যাপশন দেওয়া হয়, "হাজী মোহাম্মদ ইদ্রিস নামে পরিচিত জনাব মৌলভী আব্দুল কাহির, যাকে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে [সভায়] সম্বোধন করা হয়।"
একই পোশাক (একটি সাদা শার্ট ও একটি কালো পাগড়ি) পরা মোহাম্মদ ইদ্রিসের আরেকটি ছবি আফগান কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্ট থেকে গত ৬ সেপ্টেম্বর টুইটারে প্রকাশ করা হয়।
এছাড়া, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি বিশ্লেষণে দেখা গেছে, সশস্ত্র তালেবান সদস্যের ছবিটি কাবুলে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে তোলা হয়নি। অনুমান করা হচ্ছে, ছবিটি পূর্বাঞ্চলীয় প্রদেশ লঘমনের এক অফিসে তোলা।
প্রকৃতপক্ষে, ঐ ছবিতে একটি নীল পতাকাও দেখা গেছে, যার গায়ে পশতু ভাষায় কিছু শব্দ লেখা।
এর আগে, ২০২০ সালের ১০ অক্টোবর আফগানের রাজস্ব বিভাগ তাদের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও কনফারেন্সের কিছু ছবি প্রকাশ করে। সে ছবিগুলোতে ঐ একই নীল পতাকা দেখা যায়। এর পাশাপাশি তারকা আকৃতির ম্যুরাল কমপার্টমেন্টও লক্ষ্য করা যায়।
সে বছরের ৯ নভেম্বর রাজস্ব বিভাগ কর্তৃক প্রকাশিত আরেকটি ছবিতে অন্য একটি ভিডিও কনফারেন্স দেখানো হয়। সে কনফারেন্সে অংশগ্রহণকারীদের মধ্যে 'লঘমন' থেকে অংশগ্রহণ করা একজনের ওয়েবক্যামে একইরকমের চিত্র দেখা যায়।
তবে, এ সকল প্রমাণ থাকা সত্ত্বেও ছবিটি আদতে কোন ভবনে তোলা তা স্পষ্ট নয়। তবুও, পশতু লেখা দেখে বোঝা যায় যে, সশস্ত্র তালেবানের ছবিটি কাবুলে আফগান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে তোলা হয় নি। বরং, আফগান রাজস্ব বিভাগের কোনো এক ভবনে তোলা।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর
ভারতীয় ফ্যাক্ট-চেকিং সংস্থা বুম-এর কাছে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ ইদ্রিসের ছবিটি চিহ্নিত করেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন আফগান সাংবাদিক।
গত ২৩ আগস্ট আফগান কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোহাম্মদ ইদ্রিসকে নিযুক্ত করে তালেবান। দেশটির প্রাক্তন গভর্নর ছিলেন আজমল আহমদী। আগস্টে তালেবানরা আফগানিস্তান দখলের পর দেশত্যাগ করেন তিনি।
সংবাদমাধ্যম রয়টার্সের মতে, মোহাম্মদ ইদ্রিসের কোনো আনুষ্ঠানিক শিক্ষা নেই। তবে তিনি এর আগে তালেবান আন্দোলনের অর্থ বিভাগের নেতৃত্ব দিয়েছেন।
৭ সেপ্টেম্বর, আফগানিস্তানে একটি অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে দেশটিকে 'ইসলামী আমিরাত' ঘোষণা করে তালেবান। নতুন মন্ত্রিসভা তালেবানের প্রবীণ ব্যক্তিত্বদের নিয়ে গঠিত। এমনকি তাদের মধ্যে কয়েকজন রয়েছেন জাতিসংঘের ব্ল্যাকলিস্টে।
- সূত্র- দ্য অবজার্ভারস