উদ্যানে সামাজিক দূরত্ব নিশ্চিত করছে রোবট কুকুর
করোনাভাইরাস সম্পর্কিত নজরদারি পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুরের উদ্যানে টহল দিচ্ছে একটি রোবট কুকুর।
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান বোস্টন ডায়নামিক্স নির্মিত এই রোবট সিঙ্গাপুরের বিশান-আং মো কিও উদ্যানে একসঙ্গে কত মানুষ জড়ো হয়, তা পর্যবেক্ষণে ক্যামেরা দ্বারা সজ্জিত।
তবে শুধু পর্যবেক্ষণ নয়, স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখতে এটি লাউডস্পিকারে বিশেষ বার্তাও প্রচার করছে। খবর বিবিসির।
এদিকে মনিটরে ক্যামেরা সজ্জিত এই রোবট মোতায়েনের উদ্দেশ্য সম্পর্কে উদ্যানে ভ্রমণকারীদের জানিয়েছে সিঙ্গাপুরের জাতীয় উদ্যান বোর্ড- এনপার্কস।
কর্তৃপক্ষটি বলছে, তারা এসব তথ্য বা ভিডিও সংগ্রহ করে কোনো একক ব্যক্তিকে চিহ্নিত করতে চাইছেন না। স্পট নামের (রোবট) কুকুরটি রিমোট দ্বারা নিয়ন্ত্রিত। এবং চলাচলের সময় কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে সংঘর্ষ এড়াতে এটি অত্যাধুনিক সেন্সর দ্বারা সজ্জিত। উদ্যানে সবচেয়ে বেশি মানুষের ভিড় থাকে এমন সময়ে রোবটটিকে মোতায়েন করা হবে।
চলাচলের সময় স্পটের সঙ্গে একজন মানুষ গাইডও থাকেন। রোবটটির কল্যাণে উদ্যানে টহলদানে নিয়োজিত কর্মীদের ওপর চাপ কমবে এবং তাদের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকিও অনেকটাই হ্রাস পাবে বলে জানায় এনপার্কস কর্তৃপক্ষ।