২০২০ সালে ৬.৮ বিলিয়ন লোকসান নিয়েও সন্তুষ্ট উবার
গত বছর ৬.৮ বিলিয়ন ডলার লোকসান করেছে উবার এবং এটা তাদের জন্য এক সুসংবাদ। কিভাবে?
বুধবার ২০২০ সালের চতুর্থ ত্রৈমাসিক রিপোর্টের ফলাফলে উঠে এসেছে গত বছর উবারের এই লোকসানের পরিমাণ। এর আগে ২০১৯ সালে ৮.৫ বিলিয়ন মার্কিন ডলার লোকসান করেছিল যাত্রী পরিবহন সেবা প্রদানকারী এ প্রতিষ্ঠানটি। সে বছর লোকসান পরবর্তী প্রতিক্রিয়া হিসেবে উবার তাদের ব্যয়বহুল উদ্যোগগুলো বিক্রি করে দেয়, কর্মী ছাঁটাই করে এবং প্রধান নির্বাহী কর্মকর্তার মতে "লাভজনক প্রবৃদ্ধির" দিকে মনোনিবেশ করে।
কোম্পানিটি ২০২০ সালের শেষ তিন মাসে ৯৬৮ মিলিয়ন মার্কিন ডলার লোকসানের কথা জানিয়েছে, যার মধ্যে স্টক ভিত্তিক ক্ষতিপূরণে খরচ হয়েছে ২৩৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের চেয়ে প্রায় ১.১ বিলিয়ন মার্কিন ডলার কম। সিএফও নেলসন চ্যাই এক বিবৃতিতে বলেছেন, '২০২১ সালে উবার লাভজনক লক্ষ্যমাত্রা অর্জনের পথে রয়েছে ।'
উবার বলেছে যে, তাদের লক্ষ্য এই বছর শেষ হওয়ার আগেই মুনাফা অর্জন করা।
উবারের প্রতিদ্বন্দ্বী রাইড শেয়ারিং সার্ভিস লিফটও তাদের মোট আয়ের রিপোর্ট প্রকাশ করেছে। ২০২০ সালে তাদের আয় ২.৮১২ বিলিয়ন ডলার। ২০১৯ সালে আয় ছিল ৩.৬১৬ বিলিয়ন। লিফটের আয়ও কমেছে গত বছরের তুলনায়।
উবার গত বছরের তৃতীয় ত্রৈমাসিক থেকে কিছু উন্নতি করলেও রাইড শেয়ারিং ব্যবসার উপর চলমান মহামারীর প্রভাবে উবারের আয় কমে গেছে। উবার চতুর্থ ত্রৈমাসিকে ৩.২ বিলিয়ন ডলার আয়ের কথা জানিয়েছে, যা এক বছর আগের একই সময়ের থেকে ১৬% কম।
উবার ক্রমাগত ঝুঁকে পড়েছে তার খাদ্য সরবরাহ ব্যবসা উবার ইটস-এর দিকে। আগের বছরের তুলনায় চতুর্থ ত্রৈমাসিকে যার আয় ২২৪% বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে ১.৪ বিলিয়ন মার্কিন ডলারে। অন্যদিকে রাইড ব্যবসা থেকে উবারের আয় ছিল ১.৫ বিলিয়ন ডলার, যা এক বছর আগের থেকে ৫২% কম।
কোম্পানিটি সাম্প্রতিক মাসগুলোতে ডেলিভারি সার্ভিসের নিজেদের পোর্টফোলিও বাড়াতে কাজ করেছে। জুলাই মাসে উবারের খাদ্য সরবরাহ ব্যবসায় তাদের মামুলি প্রতিদ্বন্দ্বী পোস্টমেটস'কে অল স্টক চুক্তিতে ২.৬৫ বিলিয়ন ডলারে কিনে নেয়। গত সপ্তাহে উবার ঘোষণা করে যে তারা অ্যালকোহল ডেলিভারি স্টার্টআপ ড্রিজলি'কেও কিনে নিয়েছে।
কোম্পানিটি কিনে নেওয়ার ঘটনা এমন সময় ঘটলো যখন ব্যয়বহুল উচ্চাকাঙ্ক্ষা থেকে সরে আসছে উবার। উবার তাদেরর স্বায়ত্তশাসিত গাড়ি গবেষণা বিভাগ এবং ডিসেম্বরে তাদের উড়ন্ত ট্যাক্সি প্রজেক্ট বিক্রি করে দেয়।
উবারের লোকসানের বিস্তর ইতিহাস আছে, মহামারীর কারণে সেই লোকসানের প্রভাব অনুভব করেছে তারা। বিশ্ব স্বাস্থ্য সংকটের কারণে মূল ব্যবসার উপর চাপ সৃষ্টি হওয়ায় গত বছরের প্রথমার্ধে কয়েক দফায় নিজেদের প্রায় ২৫ শতাংশ কর্মী ছাটাই করে উবার।
- সূত্র- সিএনএন