২০ হাজার আফগান শরণার্থীর জন্য বিনামূল্যে আবাসন ব্যবস্থা করবে এয়ারবিএনবি
বিশ্বজুড়ে ২০ হাজার আফগান শরণার্থীর জন্য বিনামূল্যে আবাসন ব্যবস্থা করবে বলে জানিয়েছে মার্কিন প্রতিষ্ঠান এরায়বিএনবি। শরণার্থীরা কোম্পানির ওয়েবসাইটে তালিকাভুক্ত জায়গাগুলোতে থাকবে।
এয়ারবিএনবি'র সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা ব্রায়ান চেস্কি এবং এয়ারবিএনবি ডট ওআরজি'র শরণার্থী তহবিলে অর্থ দান করা দাতাদের কাছ থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে শরণার্থীদের বসবাসের জন্য অর্থায়ন করা হয়েছে।
গত মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে চেস্কি বলেন, "যেহেতু হাজার হাজার আফগান শরণার্থী বিশ্বজুড়ে পুনর্বাসিত হয়েছে, সেহেতু তারা যেখানে অবস্থান করবে সেটি হবে তাদের নতুন জীবনের প্রথম অধ্যায়। আমি আশা করছি, এয়ারবিএনবি এই ২০ হাজার শরণার্থীকে বিশ্রাম নেওয়া এবং নতুন জীবন শুরু করার জন্য কেবল একটি নিরাপদ জায়গাই দেবে না, বরং তাদেরকে দেবে বসবাসের জন্য বাড়ির মত একটি পরিবেশ।"
গত সপ্তাহে, তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে ১ হাজার আফগান শরণার্থীর জন্য অবিলম্বে অস্থায়ী থাকার ব্যবস্থা করতে আন্তর্জাতিক রেসকিউ কমিটি (আইআরসি), হিব্রু ইমিগ্র্যান্ট এইড সোসাইটি (হায়াস) এবং চার্চ ওয়ার্ল্ড সার্ভিসকে জরুরি তহবিল প্রদান করে এয়ারবিএনবি ডট ওআরজি।
এছাড়া, গত সপ্তাহে, ১৬৫ জন শরণার্থী যুক্তরাষ্ট্রে আসার পর তাদের আবাসনের ব্যবস্থা করতে আরও বেশ কয়েকটি কোম্পানির সাথে কাজ করেছে তারা।
আইআরসি'র প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড মিলিব্যান্ড বলেন, "যেহেতু আইআরসি যুক্তরাষ্ট্রে আফগানদের স্বাগত জানাতে এবং তাদের পুনর্বাসনে সহায়তা করছে, তাই ব্যবহারযোগ্য আবাসন এখন জরুরিভাবে প্রয়োজন ও অপরিহার্য।"
এদিকে, গত চার বছরের মধ্যে, প্রায় ২৫ হাজার শরণার্থীর অস্থায়ী আবাসনের ব্যবস্থা করেছে এয়ারবিএনবি এবং এয়ারবিএনবি ডট ওআরজি। এর আগে গত জুন মাসে বিশ্বব্যাপী শরণার্থী এবং আশ্রয়প্রার্থীদের সহায়তা সম্প্রসারণের জন্য ২ কোটি ৫০ লাখ ডলারের শরণার্থী তহবিলের পরিকল্পনা ঘোষণা করে এয়ারবিএনবি ডট ওআরজি।
- সূত্র: এনপিআর