২৪ ঘণ্টায় আম আদমি পার্টিতে যোগ দিল ১০ লক্ষাধিক ভারতীয়
ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনে তাক লাগানো জয়ের ২৪ ঘণ্টার মধ্যে ১০ লাখের বেশি নতুন সদস্য দলে যোগ দিয়েছে বলে দাবি করেছে আম আদমি পার্টি (এএপি)।
বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দিল্লিভিত্তিক দলটি একটি মোবাইল নম্বর দিয়েছে, যাতে মিসড কল দিয়ে সদস্য হওয়া যাবে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজেদের ভেরিফায়েড অ্যাকাউন্টে এএপির এক পোস্টে বলা হয়, ''আমাদের বিশাল জয়ের ২৪ ঘণ্টার মধ্যে ১০ লাখের বেশি মানুষ এএপিতে যোগ দিয়েছে।"
টুইটার অ্যাকাউন্টে দলটির আরেক পোস্টে বলা হয়, "জয়ের ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশ থেকে প্রায় ১১ লাখ মানুষ এএপিতে যোগ দিয়েছে।"
গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দিল্লি বিধানসভার ৭০ আসনের ৬২টি পেয়ে জয়ী হয় অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন এএপি। বিপরীতে প্রচারে সরব ক্ষমতাসীন দল বিজেপি পায় বাকি আট আসন। বিভিন্ন সময় দিল্লি শাসন করা কংগ্রেস গত নির্বাচনের মতো এবারও কোনো আসন পায়নি।
নির্বাচনের এ ফলকে বিজেপির বিভাজনের রাজনীতির বিপক্ষে জনগণের জবাব হিসেবে দেখেছে এএপি ও বিরোধীরা।
বিপুল ব্যবধানে জয়ী কেজরিওয়াল (৫১) আগামী রোববার দিল্লির রামলীলা ময়দানে টানা তৃতীয়বারের মতো শপথ নেবেন। ওই অনুষ্ঠানে অন্য রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী কিংবা রাজনৈতিক নেতা উপস্থিত থাকবেন না বলে পিটিআইকে জানিয়েছেন এএপির জ্যেষ্ঠ নেতা গোপাল রায়।