৪ চীনা ভ্যাকসিন: ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে
আন্তর্জাতিকভাবে চার চীনা কোভিড-১৯ ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে।
কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত স্টেট কাউন্সিলের তথ্য অনুসারে, কিছু তৃতীয় পর্যায়ের পরীক্ষা সেপ্টেম্বরের শুরুর দিকে প্রথম ধাপের টিকাদান সম্পন্ন করবে এবং সেখান থেকে নভেম্বরের মধ্যে প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
ভ্যাকসিন বাজারজাত করার মূল বিষয়, অর্থাৎ এর সুরক্ষা এবং কার্যকারিতা যাচাই করতে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে সাধারণত হাজার হাজার মানুষকে জড়িত করা হয়।
চীনে মহামারি নিয়ন্ত্রণে থাকায় সেখানে বড় ধরনের ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর মতো অবস্থা নেই। তাই দেশের বাইরে তৃতীয় পর্যায়ের সব ট্রায়াল পরিচালিত হচ্ছে।