৭৮ শতাংশ পর্যন্ত কার্যকারিতা দেখিয়েছে ভারতের কোভ্যাক্সিন
ভারতের নিজস্ব উৎপাদিত কোভিড-১৯ এর একমাত্র টিকা 'কোভ্যাক্সিন'। টিকাটি করোনা ভাইরাসের বিরুদ্ধে ৭৮% কার্যকর বলে উঠে এসেছে ভারতে চালানো ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় সমীক্ষায়।
বুধবার এমনটা দাবি করেছেন কোভ্যাক্সিনের প্রস্তুতকারক বিজ্ঞানীরা।
ভারত বায়োটেকের যৌথভাবে টিকাটি প্রস্তুত করা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের প্রধান বলরাম ভার্গব কোভ্যাক্সিনের কার্যকারিতা সম্পর্কে বলেন, "আমি এটা বলতে পেরে অত্যন্ত আনন্দিত যে কোভ্যাক্সিন... দ্বিতীয় সমীক্ষায় ৭৮% কার্যকারিতা দেখিয়েছে"।
মার্চ মাসে প্রকাশিত কোভ্যাক্সিনের প্রথম সমীক্ষায় উঠে এসেছিল- টিকাটি করোনা ভাইরাসের বিরুদ্ধে ৮১% কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।