ওমিক্রন আতঙ্কের মধ্যেই করোনার নতুন ধরন শনাক্ত, আরও ‘মারাত্মক’ হওয়ার আশঙ্কা
ওমিক্রন আতঙ্কের মধ্যেই ফ্রান্সে করোনাভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত হয়েছে। ধরনটির নাম 'আইএইচইউ'।
প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের দাবি, ওমিক্রনের চেয়েও বেশি মারাত্মক হতে পারে আইএইচইউ বা বি.১.৬৪০.২ ধরন। তা ধরনটি আসলেই এত মারাত্মক হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
করোনার নতুন এই ধরন প্রথম শনাক্ত করেন 'আইএইচইউ মেডিটেরিয়ান ইনফেকশন ইনস্টটিউট'-এর গবেষকরা। তাদের দাবি, নতুন এই ধরনের ইতিমধ্যে ৪৬ বার মিউটেশন বা রূপ পরিবর্তন হয়ে গেছে, যা ওমিক্রনের থেকেও বেশি।
এই পরিস্থিতিতে নতুন এই ভেরিয়েন্ট নিয়ে সতর্ক করেছেন মার্কিন বিশেষজ্ঞ এরিক ফেইগল-ডিং। টুইটারে তিনি জানিয়েছেন, ১২ জন আইএইচইউ-আক্রান্তের সন্ধান পাওয়ার পর ফ্রান্সের বিজ্ঞানীরা 'বিপদঘণ্টা' বাজিয়েছেন। ধরনটির ৪৬ বার মিউটেশনের খবরও তিনি জানান টুইটে।
বিভিন্ন সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের মার্সেইয়ে কমপক্ষে ১২ জনের শরীরে করোনাভাইরাসের এই নতুন ধরনে সন্ধান হদিশ মিলেছে। আফ্রিকা মহাদেশের ক্যামেরুনে যাত্রার সঙ্গে তাদের সবারই কোনো ধরনের যোগসূত্র আছে।
দক্ষিণ-পূর্ব ফ্রান্সের যে ব্যক্তির দেহে প্রথম আইএইচইউ ভেরিয়েন্টের খোঁজ মিলেছে, তিনি ক্যামেরুন থেকে ফিরেছেন। তিনি করোনার টিকাও নিয়েছিলেন।
ওমিক্রনের থেকেও মারাত্মক আইএইচইউ?
বিশেষজ্ঞদের মতে, আইএইচইউ ওমিক্রনের চেয়ে মারাত্মক সেটা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। নিশ্চিত হওয়ার জন্য আরও গবেষণার প্রয়োজন। যদিও ওমিক্রনের চেয়ে আইএইচইউ বেশিবার রূপ পরিবর্তন করেছে। তারপরও এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে নারাজ বিশেষজ্ঞরা।
মার্কিন বিশেষজ্ঞ এরিক বলেন, প্রায়ই নতুন ভেরিয়েন্টের সন্ধান পাওয়া যায়। তবে নতুন ভেরিয়েন্টগুলো যে আরও মারাত্মক হবে, এমন কোনও কথা নেই। করোনাভাইরাসের নতুন ধরন আইএইচইউকে 'উদ্বেগজনক ভেরিয়েন্ট' হিসেবে চিহ্নিত করা হয় কি না, সেটাই এখন দেখা বিষয়।