ওমিক্রন, সাধারণ ঠান্ডা, নাকি ফ্লু- গুলিয়ে ফেলছেন না তো!
শীতের মৌসুম। পরিবারে কারও না কারও ঠান্ডা লাগছেই। তার সঙ্গে এই সময়ে ফ্লু ভাইরাসও বেড়েছে। সব মিলিয়ে বোঝা দায়, কোনটা সাধারণ ঠান্ডা লাগা, কোনটা ফ্লু, কোনটাই বা কোভিড। কিন্তু চিকিৎসকরা বলছেন, কয়েকটি লক্ষণ বা উপসর্গের দিকে নজর দিতে। তাহলে বিষয়টি পরিষ্কার হতে পারে।
চিকিৎসকরা বলছেন, সাধারণ ঠান্ডা লাগা আর ওমিক্রনের উপসর্গের পার্থক্য খুবই সামান্য। একমাত্র আরটি-পিসিআর করেই বোঝা সম্ভব, কোনটি কোভিড সংক্রমণ। সম্প্রতি ন্যাশনাল জিওগ্রাফিককে দেওয়া এক সাক্ষাৎকারে চিকিৎসক এবং সংক্রামক রোগ বিশেষজ্ঞ জিল ওয়েদারহেড বলেছেন, 'এই সময়ে নিজেকে এবং অন্যদের বাঁচানোর একটা রাস্তা- যে কোনও ধরনের উপসর্গ দেখলেই বাকিদের থেকে সরিয়ে নেওয়া এবং কোভিড পরীক্ষা করানো।'
ওমিক্রন সংক্রমণের হার বেশি থাকলেও, করোনার এই রূপটি খুব বেশি প্রাণঘাতী আকার নেয়নি। ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রন আক্রান্তদের হাসপাতালে ভর্তির পরিমাণও কম। তবু বিশেষজ্ঞদের ভাবাচ্ছে অন্য দু'টি বিষয়।
এক, করোনা এবং ফ্লুয়ের জীবাণুর যৌথ আক্রমণ কতটা ভয়ের হয়ে উঠতে পারে?
দুই, ওমিক্রন সংক্রমণেও 'লং কোভিড'-এর মতো সমস্যা হচ্ছে। সেই সমস্যা কতটা গুরুতর অবস্থা সৃষ্টি করতে পারে?
তবে কোন উপসর্গ দেখলে কতটা সাবধান হবেন, সে বিষয়ে একটা ধারণা দিচ্ছেন চিকিৎসকরা। দেখে নেওয়া যাক সেটি।
খুসখুসে কাশি: কোভিড (দেখা যায়), ইনফ্লুয়েঞ্জা (দেখা যায়), সর্দি (বিরল)
জ্বর: কোভিড (দেখা যায়), ইনফ্লুয়েঞ্জা (দেখা যায়), সর্দি (বিরল)
বন্ধ নাক: কোভিড (বিরল), ইনফ্লুয়েঞ্জা (দেখা যায়), সর্দি (দেখা যায়)
গলা ব্যথা: কোভিড (দেখা যায়), ইনফ্লুয়েঞ্জা (দেখা যায়), সর্দি (দেখা যায়)
শ্বাসকষ্ট: কোভিড (দেখা যায়), ইনফ্লুয়েঞ্জা (বিরল), সর্দি (বিরল)
মাথা ব্যথা: কোভিড (দেখা যায়), ইনফ্লুয়েঞ্জা (বেশি), সর্দি (বিরল)
গা ব্যথা: কোভিড (দেখা যায়), ইনফ্লুয়েঞ্জা (বেশি), সর্দি (বেশি)
হাঁচি: কোভিড (দেখা যায়), ইনফ্লুয়েঞ্জা (বিরল), সর্দি (বেশি)
বিশেষজ্ঞদের আরও দাবি, টিকা নিয়েছেন এমন অনেকেই উপসর্গহীন বা মৃদু উপসর্গ যুক্ত। ফলে অল্প সর্দি-কাশি হলে পাত্তা দিচ্ছেন না অনেকেই। আর সেই সুযোগেই ছড়াচ্ছে কোভিড।
চিকিৎসকদের মতে, যেহেতু এখন কার্যত ঘরে ঘরে কোভিড সংক্রমণ দেখা যাচ্ছে তাই উপসর্গ মিলিয়ে ইনফ্লুয়েঞ্জা না কোভিড তা যাচাই করা অর্থহীন। বরং কোভিড হয়েছে ধরে নিয়েই করতে হবে পরীক্ষা। পরীক্ষায় নেগেটিভ এলে তবেই প্রমাণিত হবে কোভিড নয়।
- সূত্র- আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান টাইমস