লকডাউনে কমেছে কনডমের ব্যবহার-বিক্রি
করোনাভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পায়নি বিশ্বের সবচেয়ে বড় কন্ডম প্রস্তুতকারী কোম্পানিও। গত দুই বছরে কোম্পানিটির বিক্রি কমে এসেছে ৪০ শতাংশের মতো।
নিক্কেই এশিয়ার প্রতিবেদনে কারেক্সের প্রধান কার্য নির্বাহী গোহ মিয়াহ কিয়াটের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, লকডাউনের সময় মানুষ বাড়িতে থাকলেও জন্মনিরোধক ব্যবহারের পরিমাণ বাড়েনি।
গোহ জানিয়েছেন, মহামারির সময় হোটেল আর সেক্সুয়াল ওয়েলনেস সেন্টারের মতো ক্লিনিক বন্ধ থাকায় এবং বিভিন্ন দেশের সরকারের কনডম বিতরণ কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ায় কারেক্সের কনডম বিক্রি কমেছে।
বলা হয়ে থাকে, মালেশিয়া ভিত্তিক এ কোম্পানিটি বিশ্বের প্রতি পাঁচটি কনডমের একটির প্রস্তুতকারক। বর্তমানে কনডম থেকে লাভজনক মেডিক্যাল গ্লোভের ব্যবসায় ঝুঁকছে কোম্পানিটি। এ বছরের মাঝামাঝি সময় থেকে থাইল্যান্ডে উৎপাদন শুরু হতে পারে বলে জানিয়েছেন গোহ।
মহামারির শুরুর দিকে বিশ্বজুড়ে লকডাউন জারির সময়টাতে কোম্পানিটি কনডম বিক্রি দুই ডিজিটে বেড়ে যাওয়ার পূর্বাভাস দেয়। ডিউরেক্সের মতো ব্র্যান্ডের পণ্য উৎপাদনও করে কারেক্স। প্রতি বছর ৫ বিলিয়নের বেশি কনডম বানায় কোম্পানিটি, রপ্তানি করে ১৪০টিরও বেশি দেশে।
মহামারির ধাক্কায় গত দুই বছরে কারেক্সের শেয়ারের দর কমেছে প্রায় ১৮ শতাংশ।
- সূত্র: ব্লুমবার্গ