করোনা আক্রান্তদের ধাতব বাক্সে কোয়ারেন্টাইনে রাখছে চীন!
চীনে সম্প্রতি করোনা সংক্রমণ বাড়তে থাকায় তা ঠেকাতে এবার করোনা আক্রান্তদেরকে ধাতব বাক্সে বন্দি করে রাখা শুরু করেছে শি জিনপিং এর সরকার।
টুইটারে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে এই কোয়ারেন্টাইন ক্যাম্পের ভিডিও।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কোভিড সংক্রমিত ব্যক্তি বা তাদের সংস্পর্শে আসা সকলকে ধাতব বাক্সের মতো ঘরে ছোট আকৃতির রুমে প্রবেশ করতে বলা হচ্ছে। রুমগুলোতে রয়েছে একটি খাট, পানির বোতল ও একটি শৌচাগার। ছোট এ রুমে তাদেরকে ২১ দিন কোয়ারেন্টাইনে থাকার জন্য বাধ্য করা হচ্ছে।
ডেইলি মেইলের একটি প্রতিবেদনে বলা হয়, কোনো এলাকায় যদি একজন ব্যক্তিও করোনায় আক্রান্ত হয় তাহলে সে এলাকার সব বাসিন্দাকে একটি বাসে চড়তে বাধ্য করা হচ্ছে। সেই বাসে করেই তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কোয়ারেন্টাইন ক্যাম্পে।
মধ্য চীনের শাংচি প্রদেশের জিআন শহরে খোলা হয়েছে এই কোয়ারেন্টাইন ক্যাম্প। সেখানে শিশু থেকে শুরু করে বয়স্ক, এমনকি গর্ভবতী নারীদেরও অন্তত দু'সপ্তাহের জন্য জোর করে রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে বিতর্কও দানা বেঁধেছে।
এদিকে সেখানে কোয়ারেন্টাইনে থাকা এক ব্যক্তির বক্তব্য প্রকাশ করেছে বিবিসি। "সেখানে মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া কিছুই নেই। কেউ আমাদের পরীক্ষা করতে আসেনি। তারা এক রাতেই এক হাজারেরও বেশি লোককে সেখানে নিয়ে যায়। আমাদের মধ্যে অনেক বয়স্ক ও শিশু ছিল। তারা কোন যথাযথ ব্যবস্থা নেয়নি। আমাদেরকে কোনোরকম সুবিধা ছাড়াই রেখে আসে তারা," বলেন ঐ ব্যক্তি।
বাড়তে থাকা কোভিড সংক্রমণের কারণে জিআন শহরের প্রায় দুই কোটি বাসিন্দাকে বাড়িতেই থাকতে বলা হয়েছে। খাবার কিনতে বাইরে বের হওয়ার ক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা। সোমবার (১০ জানুয়ারি) সেখানে ১৩ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।
এদিকে মাত্র দুজন ওমিক্রন নাগরিক ওমিক্রনে আক্রান্ত হওয়ায় লকডাউন জারি করা হয়েছে আনিয়াং শহরে।এছাড়া, ইউচৌ শহরেও এক সপ্তাহের জন্য কড়া লকডাউনের ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সেখানে মাত্র তিন জন উপসর্গহীন সংক্রমিতের খবর পাওয়া যায়।
সূত্র: রিপাবলিকওয়ার্ল্ড ডটকম