কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়ান সেনারা
রাশিয়ার সেনারা কিয়েভে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টুইটে বিষয়টি জানানো হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে কিয়েভের উত্তরে অবলন অঞ্চলে রাশিয়ান ট্যাঙ্ক ঘুরতে দেখা গেছে।
ধারণা করা হচ্ছে স্থানীয়রা ঘরের ভেতর থেকে এসব ভিডিও ধারণ করেছেন। ভিডিওগুলো অবলনেই ধারণকৃত বলে নিশ্চিত করেছে বিবিসি।
এদিকে কিয়েভ দখলে নিয়ে আজ জেলেন্সকির সরকারকে উচ্ছেদ করা হতে পারে বলে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সূত্র।
রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হলেও ইউক্রেন জানিয়েছে, আজ যুদ্ধের সবচেয়ে 'কঠিনতম দিন'। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা এনটন হেরাশচেঙ্কো বলেন, কিয়েভের উত্তর-পূর্বে চেওহিনিভ ও উত্তর-পশ্চিমে ইভানকিভ থেকে শহরকে ঘিরে ফেলেছে রাশিয়ার সেনারা।
মার্কিন গোয়েন্দা সূত্রানুসারে, পরিকল্পনা অনুযায়ী রাজধানী কব্জায় নিয়ে ছত্রীসেনারা জেলেনস্কিকে বন্দি করে শান্তিচুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করবে। চুক্তি অনুযায়ী ইউক্রেন কার্যত রাশিয়ার নিয়ন্ত্রণে আসবে কিংবা একটি পাপেট সরকার প্রতিষ্ঠিত হবে। এর মধ্য দিয়েই যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে।
শুক্রবার সকালে কিয়েভ থেকে মাত্র ২০ মাইল দূরে রাশিয়ার ট্যাঙ্কগুলো অবস্থান করছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। শহর ঘিরে ফেলা হলে রাশিয়ার স্পেশাল ফোর্স প্রথমেই বিমানবন্দরের দখল নিবে বলে মার্কিন গোয়েন্দাদের ধারণা।
সিকোরস্কি বা বোরিস্পিল বিমানবন্দর দখলে নেওয়ার পর সেখানে ১০ হাজারের বেশি ছত্রীসেনা নামানো হবে। এই সেনারা পুরো কিয়েভ দখলে নিবে।
শহরে ঢুকেই ছত্রীসেনাদের কাজ হবে জেলেনস্কিসহ তার মন্ত্রী ও সংসদ সদস্যদের খুঁজে বের করা। ইউক্রেনের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে ন্যস্ত করতে জেলেনস্কি সরকারকে বাধ্য করবে রুশ সেনারা। এরপর মস্কো সমর্থিত সরকার স্থাপনের মধ্য দিয়ে যুদ্ধ সমাপ্ত হবে বলে যুক্তরাষ্ট্রের ধারণা।
- সূত্র: বিবিসি, ডেইলি মেইল