পাল্টা নিষেধাজ্ঞায় ৩৬ দেশের এয়ারলাইন্সকে নিজ আকাশসীমায় নিষিদ্ধ করলো রাশিয়া
নিজেদের আকাশসীমায় রাশিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ নিষিদ্ধ করেছে পশ্চিমা দেশগুলো। ইউক্রেনে হামলার প্রেক্ষাপটে এপর্যন্ত ৩৬টি দেশ রুশ ফ্লাইট নিষিদ্ধ করে। ইউরোপিয় ইউনিয়ন তার ভূখণ্ডে রাশিয়ার যেকোনো বিমানের অবতরণ বা উড্ডয়নে নিষেধাজ্ঞা দেয়।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) পাল্টা নিষেধাজ্ঞায় ইইউভুক্ত দেশসহ ৩৬টি দেশের এয়ারলাইন্সের ফ্লাইট কার্যক্রম সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি।
কর্তৃপক্ষটি বিবৃতিতে জানায়, "আন্তর্জাতিক আইনের প্রতিষ্ঠিত নিয়ম অনুসারে ইউরোপীয় দেশগুলোর দেওয়া নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ৩৬টি দেশের এয়ারলাইন্সের ফ্লাইট কার্যক্রমে পাল্টা বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
যেসব দেশের বিমান সংস্থা এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে তারা হলো: অস্ট্রিয়া, আলবেনিয়া, অ্যাঙ্গুইলা, বেলজিয়াম, বুলগেরিয়া, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, গ্রেট ব্রিটেন, হাঙ্গেরি, জার্মানি, জিব্রাল্টার, গ্রীস, ডেনমার্ক (গ্রীনল্যান্ড, ফ্যারো দ্বীপপুঞ্জ ), জার্সি, আয়ারল্যান্ড, আইসল্যান্ড , স্পেন, ইতালি, কানাডা, সাইপ্রাস, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, সুইডেন এবং এস্তোনিয়া।
- সূত্র: স্পুটনিক