কিয়েভসহ ৪ শহরে মানবিক করিডোর স্থাপন করছে রাশিয়া
সোমবার (৭ মার্চ) ইউক্রেনের বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য দেশটির একাধিক শহর জুড়ে নতুন মানবিক করিডোর খুলবে রাশিয়া। এসময় তারা সাময়িকভাবে আক্রমণ থেকে বিরত থাকবে বলেও জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মতে, রাজধানী কিয়েভের পাশাপাশি খারকিভ, মারিউপোল এবং সুমিতে নাগরিকদের সরে যাওয়ার জন্য রুট স্থাপন করা হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা বলে, করিডোরগুলো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ব্যক্তিগত অনুরোধে এবং সেই শহরগুলোর বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্থাপন করা হচ্ছে।
এই শহরগুলো বর্তমানে রাশিয়ান আক্রমণ অভিযানের অধীনে রয়েছে।
গত সপ্তাহের শেষে, দেশটির দক্ষিণ-পূর্বে মারিউপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার উদ্দেশ্যে রুট স্থাপনের জন্য দু'বার চেষ্টা করা হলেও তা বিফলে যায়।
ইউক্রেন কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশের সম্মত যুদ্ধবিরতিতেও রাশিয়া গোলাবর্ষণ অব্যাহত রাখায় রুট স্থাপন সম্ভব হয়নি।
আরআইএ নিউজ এজেন্সি এর প্রকাশিত মানচিত্র অনুসারে, কিয়েভ থেকে স্থাপিত করিডোরটি নাগরিকদের বেলারুশের দিকে নিয়ে যাবে এবং খারকিভ থেকে বেসামরিক নাগরিকরা শুধুমাত্র রাশিয়ার দিকে যাওয়ার একটি করিডোরই পাবে। অন্যদিকে, মারিউপোল এবং সুমি থেকে বের হওয়া করিডোরগুলো নাগরিকদেরকে অন্যান্য ইউক্রেনীয় শহর এবং রাশিয়া দুইদিকেই নিয়ে যাবে।
যারা কিয়েভ ত্যাগ করতে চান তারাও বিমানযোগে রাশিয়া যেতে পারবেন।
রাশিয়ার মন্ত্রণালয় জানিয়েছে, নাগরিকদের সরিয়ে নেওয়ার নিরীক্ষণের জন্য তারা ড্রোন ব্যবহার করবে।
শুধু মারিউপোল থেকেই ২ লাখেরও বেশি বেসামরিক লোককে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে ইউক্রেনীয় প্রতিনিধিরা।
- সূত্র: রয়টার্স