নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে মহাকাশ স্টেশন ধসে পড়বে: রাশিয়া
রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ধসে পড়তে পারে বলে দাবি করেছে রাশিয়ান মহাকাশ সংস্থা রোসকসমস। এসব শাস্তিমূলক ব্যবস্থা তুলে নেওয়ারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।
শনিবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে রোসকসমস প্রধান দিমিত্রি রোগোজিন বলেন, এসব নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক স্পেস স্টেশনে (আইএসএস) থাকা রুশ মহাকাশযানের কর্মকাণ্ড ব্যাহত হতে পারে।
ফলস্বরূপ, স্টেশনের রাশিয়ান অংশটি (যা আইএসএসের কক্ষপথ সংশোধন করতে সাহায্য করে) প্রভাবিত হতে পারে। ৫০০ টনের সুবিশাল কাঠামোটি সমুদ্র বা স্থলভাগে এসে আছড়ে পড়তে পারে।
"রাশিয়ার অংশটি নিশ্চিত করে, স্টেশনের কক্ষপথ ঠিকঠাক আছে। মহাকাশের ধ্বংসাবশেষ এড়ানোসহ কক্ষপথের গতিপথ নিয়ন্ত্রণ করার দায়িত্ব এই অংশের উপরই" বলেন রোগোজিন।
মহাকাশ স্টেশন ধসে পড়লে তা রাশিয়ার উপর এসে পড়ার কোনো সম্ভাবনা নেই বলেও উল্লেখ করেন তিনি।
ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনকে সমর্থন করা রোগোজিন এর আগেও বেশ কয়েকবার এসব নিষেধাজ্ঞা তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। নিষেধাজ্ঞা দানকারী দেশগুলোকে 'পাগল' বলে অভিহিত করেছেন তিনি।