‘রুশোফোবিয়া’র বিরুদ্ধে মুখ খুললেন পাউলো কোয়েলহো
মস্কোর ইউক্রেন হামলার জেরে মাথাচাড়া দিয়ে ওঠা রুশোফোবিয়ার বিরুদ্ধে মুখ খুললেন বেস্ট সেলিং ব্রাজিলিয়ান ঔপন্যাসিক পাউলো কোয়েলহো।
'দি অ্যালকেমিস্ট', 'ইলেভেন মিনিটস'-এর মতো পাঠকপ্রিয় বইয়ের এই লেখক মন্তব্য করেছেন, 'রুশোফোবিয়া' সৃষ্টির জন্য 'ইউক্রেন সংকট'কে ব্যবহার করা হচ্ছে।
রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকেই বিদেশের মাটিতে অসংখ্য রুশ নাগরিক হেনস্তার হচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণাত্মক মন্তব্যের লক্ষ্যবস্তু হচ্ছেন রাশিয়ানরা। এর সঙ্গে যোগ হয়েছে রাশিয়ার ওপর চাপানো একের পর এক নিষেধাজ্ঞা।
রাশিয়ার সংবাদমাধ্যম আরটির সঙ্গে এরকম হেনস্তার শিকার হওয়া অনেক রুশ নাগরিক কথা বলেছেন। জানা গেছে, রুশদের নাৎসি হিসেবে ইঙ্গিত করে আয়ারল্যান্ডের একটি অর্থোডক্স গির্জায় স্বস্তিকা চিহ্ন আঁকা হয়েছে। নরওয়েতে রাশিয়ান বাচ্চাদের সঙ্গে ঝগড়ায় জড়িয়েছে নরওয়েজিয়ান সহপাঠীরা। নিউজিল্যান্ডে এক রাশিয়ান নারীকে রেস্তোরাঁয় সেবা দিতে অস্বীকৃতি জানানো হয়েছে। স্রেফ রাশিয়ান বংশোদ্ভূত হওয়ার 'অপরাধে' এক সংগীতশিল্পীকে চাকরিচ্যুত করেছে একটি ডাচ অর্কেস্ট্রা।
পাউলো কোয়েলহোও 'রুশোফোবিয়া'র বিরুদ্ধে কথা বলার জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। ইউক্রেনের ঘটনাপ্রবাহকে 'সংকট' বলার জন্য সমালোচনায় রীতিমতো জর্জরিত করা হয়েছে তাকে।
এসব সমালোচনার জবাবে কোয়েলহো বলেন, ইউক্রেন ও রাশিয়ার ব্যাপারে এসব মন্তব্যকারীদের চেয়ে অনেক বেশি জানেন তিনি।
তিনি বলেন, 'আমি ভিভ, কিয়েভ, ওডেসা, চেরনোবিলে (ইউক্রেন) থেকেছি। ট্রেনে করে মস্কো থেকে ভ্লাদিভোস্টক (রাশিয়া) পর্যন্ত ১০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছি। হ্যাঁ, যুদ্ধ হচ্ছে: কিন্তু তার জন্য সাধারণ মানুষকে দোষারোপ করবেন না।'
উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেন উভয় দেশেই এই লেখকের লাখ লাখ কপি বই বিক্রি হয়েছে।
- সূত্র: আরটি