২০ ফুট উচ্চতা বাড়লো আইফেল টাওয়ারের
ফ্রান্সের সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্ক আইফেল টাওয়ারের উচ্চতা ৬ মিটার (প্রায় ২০ ফুট) বেড়ে গেছে। টাওয়ারটির চূড়ায় হেলিকপ্টারে করে একটি ডিজিটাল রেডিও অ্যান্টেনা বসানো হয়েছে। উচ্চতা বৃদ্ধির কারণ সেটিই।
মঙ্গলবার সেখানে সমবেত পর্যটকেরা এই অ্যান্টেনা স্থাপনের দৃশ্য অবলোকন করেন। অ্যান্টেনা স্থাপনের পর টাওয়ারের উচ্চতা দাঁড়িয়েছে ৩২৪ মিটার (১,০৬৩ ফুট) থেকে ৩৩০ মিটারে (১,০৮৩ ফুট)।
আইফেল টাওয়ার কোম্পানির প্রেসিডেন্ট জ্যঁ ফ্র্যাঙ্কো মার্টিনস অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন যে, এই লৌহ কাঠামোর ১৩৩ বছরের ইতিহাসে বৈজ্ঞানিক অগ্রগতি একটি অবিচ্ছেদ্য অংশ।
তিনি বলেন, "এটি এক ঐতিহাসিক মুহূর্ত; আইফেল টাওয়ারের উচ্চতা বাড়ছে, এমনটি তো আর সচরাচর ঘটে না।"
মার্টিনস আরও বলেন, "বিংশ শতকের শুরুতে রেডিও আবিষ্কারের সময় থেকেই এই প্রযুক্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আইফেল টাওয়ারের নাম।"
উল্লেখ্য, ১৮৮৯ সালের ৩১ মার্চ স্থাপনের সময় আইফেল টাওয়ারের উচ্চতা ছিল ৩১২ মিটার (১,০২৪ ফুট)।