আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে মস্কোর সঙ্গে সম্পর্ক ধরে রাখছে ভারত
ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়ার ওপর বহুমুখী নিষেধাজ্ঞা চাপিয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। সেইসঙ্গে রাশিয়া থেকে তেল, গ্যাস, কয়লা কেনাও বন্ধ করেছে যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু মিত্রদেশ।
যুক্তরাষ্ট্র চেয়েছিল এশিয়ার প্রভাবশালী রাষ্ট্র ভারতও যেন রাশিয়া থেকে তেলসহ অন্যান্য জ্বালানি কেনা বন্ধ করে। কিন্তু আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে বুধবার রাশিয়ার কাছ থেকে ত্রিশ লাখ ব্যারেল অপরিশোধিত তেল কিনেছে ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি)।
ডেকান হেরাল্ড-এ প্রকাশিত খবর থেকে জানা যায়, এ তেল কেনা হয়েছে ইউরোপিয়ান ট্রেডার বিটলের মাধ্যমে। তবে কত ছাড়ে এ তেল কেনা হয়েছে, তা জানায়নি কোনো পক্ষই।
ইউক্রেনে হামলার জেরে মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপের পর এ নিয়ে দুইবার রাশিয়ার কাছ থেকে তেল কিনল ভারতের কোম্পানিটি।
পশ্চিমা দেশগুলো বারবার রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানাচ্ছে ভারতকে। কিন্তু মস্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কোনো ইচ্ছাই দেখায়নি নয়া দিল্লি। বরঞ্চ এই সুযোগে রাশিয়ার সঙ্গে সহযোগিতামূলক সম্পর্কের ক্ষেত্র আরও বিস্তৃত করছে।
এছাড়া ইউরো ও ডলার এড়িয়ে কীভাবে রুশ রুবল ও ভারতীয় রুপির মাধ্যমে লেনদেন করা যায়, তা নিয়েও আলোচনা চলছে ভারত ও রাশিয়ার মধ্যে।
গত সপ্তাহে বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছিল, রাশিয়া থেকে চলতি বছর প্রায় দেড় কোটি ব্যারেল তেল আমদানির পরিকল্পনা করছে ভারত। আর এই তেল ভারত পাচ্ছে আন্তর্জাতিক বাজারদরের তুলনায় অনেক সস্তায়, ২৫ শতাংশ পর্যন্ত ছাড়ে (যদি ক্রেতা বিমা ও পরিবহন খরচ বহন করতে রাজি থাকে)।
- সূত্র: আরটি