আমার রাশিয়া সফরে শক্তিশালী দেশটি ক্ষুব্ধ: ইমরান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি মন্তব্য করেছেন তার রাশিয়া সফর নিয়ে একটি শক্তিশালী দেশ আপত্তি জানিয়েছে এবং এ নিয়ে তার ওপর ক্ষুব্ধ।
এর আগের দিনই যুক্তরাষ্ট্র থেকে হুমকিমূলক চিঠি এসছে বলে দাবি করেন তিনি।
"অনেক শক্তিশালী একটি দেশ প্রশ্ন করেছে কেন রাশিয়া গিয়েছি। একটি দেশের কাছে এই প্রশ্ন রেখেছে তারা। তার ওপর তারা আবার আমাদের ওপর ক্ষুব্ধও," আজ ইসলামাবাদ সিকিউরিটি ডায়ালগের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ইমরান খান আরও অভিযোগ করেন, ভারত-রাশিয়ার মধ্যে তেলের বাণিজ্য চলছে, তারপরও ভারতকে সাহায্য করছে ওই একই দেশ।
তিনি এ প্রসঙ্গে ব্রিটেনের পররাষ্ট্র সচিবের বক্তব্য টেনে বলেন, "তিনি বলছেন ভারতের স্বাধীন নীতি থাকায় এ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না যুক্তরাজ্য। তাহলে আমরা কী?"
"দেশের স্বার্থে ত্যাগ স্বীকার না করে এলিটদের জন্য ত্যাগ স্বীকার মানুষদের জন্য আজ আমরা ও পরিস্থিতিতে পড়েছি।
ইমরান খান মন্তব্য করেন, পূর্ববর্তী রাজনীতিবিদরা পাকিস্তানকে এমন পরিস্থিতিতে নিয়ে এসেছে যখন কোনো বিদেশি দেশই আর পাকিস্তানকে সম্মান করে না।
"তারা শুধু আমাদের নির্দেশ দেয়। অনাস্থা ভোগ সফল না হলে নাকি পাকিস্তানকে ভুগতে হবে"।
সূত্র: দ্য নিউজ