অ্যামনেস্টি ও হিউম্যান রাইটস ওয়াচসহ ১৫টি সংস্থার কার্যক্রম বন্ধ করলো রাশিয়া
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচসহ (এইচআরডব্লিউ) ১৫টি বিদেশি সংস্থার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে রাশিয়া।
দেশটির বিচার মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, 'রাশিয়ান ফেডারেশনের বিদ্যমান আইন লঙ্ঘনের জন্য সংস্থাগুলোর নিবন্ধন বাতিল করা হয়েছে। খবর রয়টার্সের।
তবে সংস্থাগুলো কোন আইন ভঙ্গ করেছে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। নিউ ইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ ইউক্রেনে রাশিয়ান সামরিক বাহিনীর যুদ্ধের আইন লঙ্ঘনের প্রমাণ পেয়েছে বলার কয়দিন পরই এ সিদ্ধান্ত আসে।
ইউক্রেনে আগ্রাসন শুরুর পর ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের ও বেসামরিক নাগরিকদের টার্গেট করার অভিযোগ অস্বীকার করে এসেছে দেশটি।
এ বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, "ইউক্রেন যুদ্ধ নিয়ে আমাদের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা প্রায় নিশ্চিত"।
রাশিয়া বলছে, তারা ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং নাজিমুক্ত করার জন্য একটি 'বিশেষ সামরিক অভিযান' পরিচালনা করছে। কিয়েভ সরকার এবং এর পশ্চিমা মিত্ররা অযৌক্তিক আক্রমণ চালানোর মিথ্যা অজুহাত হিসেবে এই দাবি প্রত্যাখ্যান করেছে।
নিবন্ধন বাতিল হওয়া অন্যান্য সংস্থার মধ্যে আছে রোজা লুক্সেমবার্গ ফাউন্ডেশন, আগা খান ফাউন্ডেশন ও ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন।
নয়টি জার্মান সংস্থা, তিনটি আমেরিকান, একটি ব্রিটিশ, পোলান্ডের একটি ও সুইজারল্যান্ডের একটি সংস্থাও আছে এরমধ্যে।
সূত্র: রয়টার্স