৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া
ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে কিছুদিন আগে জার্মানকর্তৃক ৪০জন রুশ কূটনীতিকে বহিষ্কার করার জবাবে মস্কো থেকে ৪০জন জার্মান কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। মস্কো বলছে, বার্লিনের 'অ-বন্ধুত্বপূর্ণ সিদ্ধান্তের' প্রতিক্রিয়া হিসেবেই জার্মান কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মস্কোয় জার্মানির রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে এবং তাকে "প্রতিসম প্রতিক্রিয়ার অংশ হিসেবে রাশিয়ায় অবস্থিত জার্মান অ্যাম্বাসি বা কূটনৈতিক প্রতিষ্ঠানের ৪০ কর্মীকে 'পারসোনা নন গ্রাটা' হিসেবে ঘোষণা করা হচ্ছে", এমন একটি নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে।
ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিক্রিয়ায় পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক টানাপড়েন ক্রমশ তীব্র হচ্ছে। কয়েক সপ্তাহ আগে ৪০ জন রুশ কূটনীতিক ও দূতাবাসকর্মীকে বহিষ্কার করেছিল জার্মানি। বার্লিনের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় সোমবার ঠিক একইভাবে জার্মান কূটনীতিক ও দূতাবাসকর্মীদের বহিষ্কার করে প্রতিশোধ নিলো মস্কো।
জার্মান কূটনীতিক বহিষ্কারের জেরে পশ্চিম ইউরোপের দেশগুলোর সঙ্গে রাশিয়ায় দ্বন্দ্ব আরও বাড়তে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবখ মঙ্গলবার (২৬ এপ্রিল) ভ্লাদিমির পুতিন সরকারের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেন, "মস্কো যে এ ধরনের কোনো পদক্ষেপ নেবে তা আমারা আগেই ধারণা করেছিলাম। তবে এই সিদ্ধান্ত কোনো ভাবেই সমর্থনযোগ্য নয়। রাশিয়া যে কূটনীতিকদের বহিষ্কার করেছে, তারা কোনো অপরাধ করেননি।"
- সূত্র: আল জাজিরা