মাস্কের টুইটার কেনার খবরে ফলোয়ার হারাচ্ছে বামপন্থীরা
ইলন মাস্ক টুইটার কেনার কয়েক ঘণ্টার মধ্যেই টুইটারে মার্কিন ডানপন্থী সমর্থকদের ফলোয়ার সংখ্যা বেড়েছে। অন্যদিকে বামপন্থীরা হারিয়েছে ফলোয়ার।
২৫ এপ্রিল মাস্কের টুইটার কেনার ঘোষণা সামনে আসার আগে ও পরে মার্কিন কংগ্রেস সদস্যদের ফলোয়ার সংখ্যা বিশ্লেষণ করে এ হিসাব সামনে এনেছে দ্য ইকোনমিস্ট।
বামঘেষা রাজনৈতিক দল হিসেবে পরিচিতি ডেমোক্র্যাট সিনেট সদস্যদের ফলোয়ার সংখ্যা ০.২ শতাংশ পর্যন্ত কমেছে। অন্যদিকে, রিপাবলিকান সদস্যদের অনুসারী বেড়েছে ০.৮ শতাংশ। নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভের অ্যাকাউন্টগুলোতেও একই প্রবণতা দেখা গেছে, ডেমোক্র্যাট সদস্যদের ফলোয়ার সংখ্যা কমলেও রিপাবলিকানদের অনুসারী বেড়েছে।
ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সবচেয়ে বেশি সংখ্যক ফলোয়ার হারিয়েছেন। একদিনে তার ফলোয়ার সংখ্যা কমেছে ২২ হাজার। বার্নি স্যান্ডার্স এবং এলিজাবেথ ওয়ারেনের মতো প্রগতিশীল দুই সিনেটর যথাক্রমে ১৯ হাজার ও ১৪ হাজার ফলোয়ার হারিয়েছেন। গড়ে প্রত্যেক ডেমোক্রেটিক সিনেটর ২,৭০০ ফলোয়ার হারিয়েছেন।
সাধারণত হুট করে অধিক সংখ্যক ফলোয়ার কমে গেলে ধারণা করা হয় ক্লিন আপের মাধ্যমে সফটওয়্যার পরিচালিত বট অ্যাকাউন্টগুলো সরিয়ে ফেলা হয়েছে।
কিন্তু শুধু ডেমোক্র্যাটদের ফলোয়ার কমেছে তা নয়, উল্টোদিকে রিপাবলিকানরা পেয়েছেন বাড়তি ফলোয়ার। অধিকাংশ রিপাবলিকান সিনেটর ও প্রতিনিধিদের অনুসারী বেড়েছে। ফলে বটের বিষয়টি যে মূল ঘটনা নয়, তা অনুমান করা কঠিন নয়।
এনবিসি নিউজের প্রতিবেদন অনুসারে, টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে নতুন অ্যাকাউন্ট তৈরি হলে বা অ্যাকাউন্ট ডিএক্টিভেট করা হলে ফলোয়ার সংখ্যা ওঠানামা করে।
এদিকে রিপাবলিকান সিনেটররা টুইটার কেনার ঘোষণার পর গড়ে ৩,৪০০ করে নতুন ফলোয়ার পেয়েছেন। কনজার্ভেটিভ লিবার্টারিয়ান কেন্টাকি সিনেটর র্যান্ড পল নতুন ৬৬ হাজার অনুসারী পেয়েছেন।
তবে রিপাবলিকানদের অনুসারী বাড়া কিংবা ডেমোক্র্যাটদের অনুসারী কমার পরেও টুইটারে সামগ্রিকভাবে ডেমোক্র্যাটিক সদস্যদের ফলোয়ার সংখ্যা রিপাবলিকানদের চেয়ে বেশি।
৪৪ বিলিয়ন ডলারের চুক্তি সম্পন্ন হলে ইলন মাস্কের হাতে যাবে টুইটারের একক মালিকানা। ইলন মাস্ক বাক-স্বাধীনতা নিয়ে সচেষ্ট। অনেকেই ভয় পাচ্ছেন যে স্বাধীনভাবে মত প্রকাশের ফলে ভুল তথ্য ছড়ানোর সম্ভাবনাও বাড়বে।
এর আগে ইলন মাস্ক টুইটার কিনলে প্ল্যাটফর্ম ছাড়ার হুঁশিয়ারি দিয়েছিল বামপন্থী ব্যবহারকারীরা। তারা যে শুধু শুধু এসব বলছিল না, ফলোয়ার কমাই তার প্রমাণ। মাস্কের নিয়ন্ত্রণে টুইটারের চিরাচরিত রূপ বদলে যায় কি না, এখন সেটাই দেখার পালা।
- সূত্র: দ্য ইকোনমিস্ট