সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদ সোমবার
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার (৩০ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার (৩০ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে মধ্যপ্রাচ্যে সোমবার (০২ মে) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। খবর গালফ নিউজের।
অর্থাৎ আগামীকাল রোববার ওই অঞ্চলে পবিত্র রমজানের শেষ দিন হিসেবে পালিত হবে।
এছাড়া সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ফ্রান্সে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।