দুই বছরে ‘৫০ বারেরও বেশি’ জার্মানি গিয়েছেন পুতিনকন্যা কাতেরিনা!
ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে পশ্চিমাপন্থী রুশদের বিরুদ্ধে এক ধরনের আক্রমণাত্মক মনোভাব দেখিয়ে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা গণমাধ্যমের দাবি অনুযায়ী, সুযোগ পেলেই চালচলনে পশ্চিম ইউরোপীয়দের প্রতি নিজের বিদ্বেষ উগরে দেন রুশ প্রেসিডেন্ট।
তবে পশ্চিম ইউরোপের প্রতি পুতিনকন্যার যে টান রয়েছে, তা তার মনোভাবের একেবারেই বিপরীত।
২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ৫০ বারেরও বেশি জার্মানির মিউনিখে গিয়েছেন পুতিনের ছোট মেয়ে কাতেরিনা টিখোনোভা। সম্প্রতি রাশিয়ার স্বাধীন মিডিয়া আউটলেট আইস্টোরিস এবং জার্মান ম্যাগাজিন দের স্পিগেলের যৌথ তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিষ্ঠান দুটি কাতেরিনার ফ্লাইট রেকর্ড বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে।
জানা গেছে, সম্পূর্ণ রাষ্ট্রীয় সহায়তায় এবং পুতিনের নিজস্ব প্রেসিডেন্সিয়াল নিরাপত্তা পরিষেবা কর্মীদের সঙ্গে নিয়ে চার্টার্ড ফ্লাইটে করে দুই বছরে ৫০ বারেরও বেশি মিউনিখ ভ্রমণ করেছেন পুতিনকন্যা কাতেরিনা।
২০২০ সালের ফ্লাইট রেকর্ড ঘেঁটে দেখা গেছে, সে সময়ে মস্কো থেকে মিউনিখগামী ফ্লাইটগুলোতে ২ বছর বয়সী একটি শিশুকন্যাও ছিল কাতেরিনার সঙ্গে। ধারণা করা হয়, শিশুটি প্রেসিডেন্ট পুতিনের নাতনী এবং মিউনিখের একটি ব্যালেট নৃত্য সংগঠনের সাবেক পরিচালক ইগোর জেলেনস্কির মেয়ে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জেলেনস্কি হলেন কাতেরিনার সঙ্গী এবং তার সন্তানের বাবা।
ইউক্রেনের প্রেসিডেন্ট এবং কাতেরিনার সঙ্গীর নাম এক হলেও তারা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। ৫২ বছর বয়সী ইগর জেলেনস্কি ২০১৬ সালে বেরিশেস স্ট্যাটসব্যালেটের পরিচালক হওয়ার আগে থেকেই আন্তর্জাতিক পর্যায়ে একজন জনপ্রিয় নৃত্যশিল্পী ছিলেন।
তবে, গত ৪ এপ্রিল তিনি 'ব্যক্তিগত পারিবারিক কারণ' দেখিয়ে দায়িত্ব থেকে পদত্যাগ করেন। ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট পুতিনের আগ্রাসনের নিন্দা করার আহ্বানে প্রতিক্রিয়া জানাতেও তিনি ব্যর্থ হয়।
রাশিয়ার ন্যাশনাল কালচারাল হেরিটেজ ফাউন্ডেশনের তত্ত্বাবধায়ক বোর্ডে এখনও চাকরি রয়েছে ইগোর জেলেনস্কির। এই সংস্থা রুশ অধিভুক্ত ক্রিমিয়া অঞ্চলে একটি সাংস্কৃতিক কেন্দ্র তৈরির কাজ করছে। ধারণা করা হয়, পুরো ব্যাপারটির সঙ্গে প্রেসিডেন্ট পুতিন ঘনিষ্ঠভাবে জড়িত।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাভারিয়ান স্টেট ব্যালে-এর একটি সূত্র দের স্পিগেলকে বলেছে, "জেলেনস্কি সম্ভবত পুতিনের মেয়ের সঙ্গী।" ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, এ ব্যাপারে সাংবাদিকরা বিশেষভাবে জানতে চাওয়ার আগেই নাম প্রকাশ না করা শর্তে এ তথ্য দিয়েছে বেনামী ওই সূত্র।
৩৫ বছর বয়সী কাতেরিনা টিখোনোভা নিজেও একজন সাবেক 'রক অ্যান্ড রোল' নৃত্যশিল্পী। এর আগে তিনি রাশিয়ার কনিষ্ঠতম বিলিয়নিয়ার কিরিল শামালভকে বিয়ে করেছিলেন। যদিও ২০১৮ সালে এই দম্পতি আলাদা হয়ে গেছেন বলে জানা যায়।
আইস্টোরিজ এবং দের স্পিগেল ২০১৭ সালে জন্ম হওয়া শিশুটির নাম প্রকাশ না করলেও অন্যান্য মিডিয়া আউটলেটগুলো লিখেছে, মেয়েটির পিতৃনাম ইগোরেভনা, যা ইগোর জেলেনস্কির নামের সঙ্গে মিলে যায়।
দের স্পিগেলের অনুরোধে সাড়া দেননি কাতেরিনা। তার এবং জেলেনস্কির বর্তমান অবস্থান সম্পর্কেও জানা নেই গণমাধ্যমগুলোর।
- সূত্র: দ্য গার্ডিয়ান