ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি, ভারতের চা ফেরত আসছে একাধিক দেশ থেকে
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/06/06/ab9aaa99cba9fa32fb905a2cadf71b6f-1-1114950-1654252472.jpg)
মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক দেওয়া হয়েছে এমন অভিযোগে ভারতের দেশীয় ও আন্তর্জাতিক বাজারে একাধিক চায়ের অর্ডার সম্প্রতি বাতিল করা হয়েছে। গত শুক্রবার ইন্ডিয়ান টি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অংশুমান কানোরিয়া এ তথ্য জানান।
শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের মধ্যে গোটা বিশ্বে চায়ের বাজারে একটি শূন্যস্থান তৈরি হয়েছিল। সে সুযোগে ভারতের টি বোর্ড চা রপ্তানি বৃদ্ধির উদ্যোগ নেয়। কিন্তু সেই আশাতেও পানি পড়ে গেল! অংশুমান কানোরিয়া জানিয়েছেন, অস্বাভাবিকভাবেই উচ্চহারে রাসায়নিক রয়েছে, এমন চা কিনতে চায় না বেশিরভাগ ক্রেতা।
পরিসংখ্যান বলছে, ২০২১ সালে ভারত ১৯৫.৯০ মিলিয়ন কেজি চা রপ্তানি করেছিল। ভারতের চা মূলত ইরান ও কমনওয়েলথভুক্ত দেশগুলোতে যায়। বেশিরভাগ দেশই তাদের দেশে ভারতীয় চা নেওয়ার আগে আন্তর্জাতিক রীতি অনুযায়ী সবদিক খতিয়ে দেখে।
আর সে রীতি ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণকারী সংস্থা (এফএসএসএআই) এর রীতির চেয়েও কঠিন।
- সূত্র- হিন্দুস্তান টাইমস