মাঝ-আটলান্টিকে জাহাজ পাল্টালো রাশিয়ার অপরিশোধিত তেল
ইউরোপীয় ক্রেতাদের ফিরিয়ে দেওয়া অপরিশোধিত তেল নতুন ক্রেতাদেরকে সরবরাহের জন্য রাশিয়ান তেলের ট্যাংকার জাহাজগুলো নতুন নতুন সব পদ্ধতি অবলম্বন করছে। এ প্রক্রিয়ায় সর্বশেষ যোগ হলো আটলান্টিক মহাসাগরের মাঝখানে এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তর করা।
আফ্রাম্যাক্স ট্যাংকার জেন ওয়ান গত মে মাসের ২৬ ও ২৭ তারিখ এর কার্গো (তেল) লরেন টু নামের আরেকটি সুপার ট্যাংকারে স্থানান্তর করেছে। এ স্থানান্তরের ঘটনা ঘটে উত্তর আটলান্টিক মহাসাগরের মাডেইরা দ্বীপ থেকে ৩০০ মাইল পশ্চিমে মাঝ-সমুদ্রে।
অবশ্য ছোট মালবাহী জাহাজ থেকে বড় জাহাজে কার্গো স্থানান্তর করা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু বর্তমান পরিস্থিতে অস্বাভাবিক ব্যাপারটি হলো তেল স্থানান্তরের স্থান। সমুদ্রে এ ধরনের স্থানান্তরের ক্ষেত্রে সচরাচর এমন স্থান বেছে নেওয়া হয় যেখানে পানি শান্ত। এর ফলে তেল সমুদ্রে পড়ার আশঙ্কা কমে যায়।
অন্যদিকে রাশিয়ান তেলবাহী জাহাজগুলো এর তেল স্থানান্তর করেছে ডেনমার্কের স্ক, সেউটা নামের স্প্যানিশ উত্তর আফ্রিকান শহরের তীরে পশ্চিম ভূমধ্যসাগর, রটেরডামের নর্থ ইত্যাদি স্থানে। এগুলো সবই গভীরসমুদ্র অঞ্চল।
জেন ওয়ান জাহাজটি বর্তমানে বাল্টিক সাগরে ফিরে গেছে। এখানে জুনের মাঝামাঝি সময়ে রাশিয়ার প্রিমর্সক থেকে নতুন করে তেলভর্তি করা হবে জাহাজটিতে। অন্যদিকে লরেন টু জাহাজটি বর্তমানে আটলান্টিক মহাসাগরে ভেসে আছে, খুব সম্ভবত এটি অন্য কোনো জাহাজ থেকে তেল সংগ্রহের জন্য অপেক্ষা করছে।
জেন ওয়ানের মতো একটি মালবাহী জাহাজ যে পরিমাণ কার্গো বহন করতে পারে, লরেন টু তার চেয়ে তিনগুণ বেশি কার্গো পরিবহন করতে পারে। তাই এগুলো দিয়ে লম্বা দূরত্বে অপরিশোধিত তেল পরিবহন অর্থনৈতিকভাবেও লাভজনক।
ইউরোপের দেশগুলো রাশিয়ার অপরিশোধিত তেল কিনবে না বলে আরও আগে ঘোষণা দিয়েছে। এর ফলে ভৌগলিকভাবে দূরে অবস্থিত ভারতের মতো অন্যান্য ক্রেতাদের কাছে পৌঁছানোর জন্য তেলের একটি বড় অংশকে সমুদ্রপথে আগের চেয়ে বেশি দূরত্ব পার করতে হচ্ছে।
রাশিয়া এর তেলের জন্য বর্তমানে নতুন বাজার খুঁজছে। তাই ধারণা করা হচ্ছে, দেশটির অপরিশোধিত তেলকে আগের চেয়ে লম্বা সমুদ্রপথ পাড়ি দিতে হবে। যদি রাশিয়ান তেলের বিক্রেতা ও ক্রেতা উভয়ই এ তেলের নতুন গন্তব্যের কথা গোপন রাখতে চায়, তাহলে মাঝ-সমুদ্রে এরকম এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তর ক্রমশ একটি সাধারণ বিষয় হয়ে যেতে পারে রাশিয়ান শিপারদের জন্য।
- সূত্র: ব্লুমবার্গ