মার্কিন নিষেধাজ্ঞার পর রুশ বিমা কোম্পানির অংশীদারিত্ব বাড়াল ভারত
রুশ বিমা কোম্পানি সোগ্লাসি ইন্স্যুরেন্সকে ভারতীয় বন্দরগুলোতে প্রবেশ করা ট্যাঙ্কারের জন্য মেরিন কভার সরবরাহের অনুমতি দিয়েছে ভারত। এই পদক্ষেপের মাধ্যমে নয়াদিল্লি সম্প্রতি মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও রুশ তেলের সরবরাহ নিশ্চিত করতে চাচ্ছে।
ভারত আরও পাঁচ বছরের জন্য রুশ কোম্পানি সোগাজ ইন্স্যুরেন্স, আলফাস্ট্রাখোভানি এবং ভিএসকে ইন্স্যুরেন্স-এর অনুমোদন বাড়িয়ে ২০৩০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে।
সোগ্লাসি ইন্স্যুরেন্সকে ভারতীয় বন্দরগুলোতে প্রবেশকারী জাহাজের জন্য ২০২৬ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিমা কভার সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে।
এছাড়া, ভারত রাশিয়ার ইনগোস্ট্রাখ ইন্স্যুরেন্স কোম্পানিকেও স্বীকৃতি দিয়ে ২০২৯ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ অনুমোদন দিয়েছে।
এর আগে, রাশিয়ার তেল রাজস্ব কমানোর লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্র এই মাসে আলফাস্ট্রাখোভানি এবং ইনগোস্ট্রাখসহ রাশিয়ান তেল উৎপাদক এবং ট্যাঙ্কারগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
সামুদ্রিক পরিবহনের জন্য বিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তেল পরিবহনে দুর্ঘটনা ও তেল ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকার কারণে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন হয়।
পশ্চিমা নিষেধাজ্ঞা এবং রাশিয়ার তেল বাণিজ্যের ওপর কঠোর নজরদারি রাশিয়াকে আন্তর্জাতিক সার্ভিস প্রদানকারীদের নেটওয়ার্ক থেকে প্রায় বিচ্ছিন্ন করে দিয়েছে।