চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার
পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শেষে বেইজিং থেকে ঢাকা ফেরার পর আগামী সোমবার চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বিকেল চারটায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বক্তব্য লেখক মোঃ নজরুল ইসলাম।
গত পহেলা জুলাই পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন গমন করেন। এ সফরে প্রধানমন্ত্রী ২ জুলাই চীনের ডালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক অধিবেশনে যোগ দেয়ার পাশাপাশি ৪ জুলাই চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের সাথে দ্বিপক্ষীয় বৈঠক এবং ৫ জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাক্ষাৎ করেন।
এছাড়াও তিনি কমিউনিস্ট পার্টি অব চায়নার মিনিস্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সং তাও এর সাথে বৈঠক করেন।
বৈঠকে চীনের এই শীর্ষনেতারা মিয়ানমারের সরকার এবং এর নেতাদের বুঝিয়ে রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশকে সহায়তা করার বিষয়ে আগ্রহ দেখান।
প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ এবং চীন পাঁচটি চুক্তি, তিনটি সমঝোতা ও একটি লেটার অব এক্সচেঞ্জে সই করে।
যার মধ্যে দুটি ঋণ চুক্তির পাশাপাশি বিদ্যুৎ, পানি সম্পদ, সংস্কৃতি এবং ট্যুরিজম খাতে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী করতেও চুক্তি স্বাক্ষরিত হয়।