আজ গেইল-পোলার্ডদের বিপক্ষে লড়াই করতে পারবে বাংলাদেশ?
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/10/27/bd_team.jpg)
চেষ্টার কমতি নেই, প্রতি ম্যাচেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু তাদের দ্বারা হচ্ছে না। ইংল্যান্ডের বিপক্ষে বড় হারের পর এমন সরল স্বীকারোক্তি দেন বাংলাদেশ স্পিনার নাসুম আহমেদ। সুপার লিগের প্রথম দুই ম্যাচ হেরে বাংলাদেশ এখন কোণঠাসা, দলের আত্মবিশ্বাস এখন তলানিতে। এমন অবস্থায় আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার লিগে ১ নম্বর গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে শাহজাহতে আজ গেইল-পোলার্ডদের দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে। টানা হার, সমালোচনা, বিতর্ক; এসব জয় করে আজ লড়তে পারবে তো বাংলাদেশ? এমন প্রশ্ন এখন অতি স্বাভাবিক।
দেশ ছাড়ার আগে সেমি-ফাইনাল স্বপ্নের কথা জানিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু দুই ম্যাচ পরই সেই স্বপ্ন প্রায় বিবর্ণ। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারলে সেমি-ফাইনাল খেলার স্বপ্ন অনেকটাই শেষ হয়ে যাবে। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে আজ জয়ের বিকল্প নেই সাকিব-মুশফিকদের সামনে। আর শেষ চারের টিকেট কাটতে চাইলে পরের দুই ম্যাচেও জয় পেতে হবে বাংলাদেশকে।
আপাতত এই ম্যাচেই নজর বাংলাদেশের। এই ম্যাচটি জিততে পারলে সেমি-ফাইনালের কথা চিন্তা করবে বাংলাদেশ। উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান এমনই জানিয়ে রেখেছেন। তার ভাষায়, 'এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ম্যাচ জেতা। টুর্নামেন্টে টিকে থাকলে গেলে উইন্ডিজের বিপক্ষে জেতাটা গুরুত্বপূর্ণ। আমাদের সবারই ফোকাস এখন এই ম্যাচে। ম্যাচটা ভালো মতো শুরু করে শেষ করতে পারলে পরবর্তী ম্যাচগুলো সহজ হয়ে যাবে।'
একটি জয় দলের মনোবলে বড় পরিবর্তন আনতে পারে বলে বিশ্বাস তার, 'এই ম্যাচে জিতলে পুরো দল চাঙ্গা হয়ে যাবে। যেহেতু আমরা প্রথম দুই ম্যাচ হেরেছি, অবশ্যই আমরা ব্যাকফুটে আছি। এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। ম্যাচটা জিততে পারলে আমাদের অনেকেই দেশে থাকতে যে বলেছে সেমি-ফাইনালের কথা, সেই আশাটা টিকে থাকবে।'
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিগত পারফরম্যান্স এই ম্যাচে বাংলাদেশকে আত্মবিশ্বাস যোগাবে বলে বিশ্বাস সোহানের, 'আমরা শেষ সিরিজগুলোয় ওদের সঙ্গে ভালো করেছি। এটা অবশ্যই আমাদের আত্মবিশ্বাস যোগাবে এবং এ ম্যাচটা যদি আমরা জিততে পারি তবে অবশ্যই আমাদের মধ্যে টুর্নামেন্টের জন্য ইতিবাচক মানসিকতা চলে আসবে।'
এই ম্যাচের আগে বাংলাদেশের জন্য কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ পারফরম্যান্স। টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা নিজেদের হারিয়ে খুঁজে ফিরছে। বাংলাদেশের মতো প্রথম দুই ম্যাচেও তারাও হেরেছে। প্রথম ম্যাচে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে বড় ব্যবেধানে হার মানে তারা। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও লড়াই করতে পারেনি তারা।
এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৫টি ম্যাচ জিতেছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ৬টিতে। একটি ম্যাচের ফল আসেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ক্যারিবীয়দের বিপক্ষে জয় আছে বাংলাদেশের। বিশ্ব মঞ্চে দুই বারের সাক্ষাতে একটি করে জিতেছে দুই দল। ২০০৭ সালে প্রথম সাক্ষাতেই ৬ উইকেটে জয় পেয়েছিল মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন বাংলাদেশ।
এ ছাড়া ক্যারিবীয়দের বিপক্ষে সর্বশেষ ৫ ম্যাচের মধ্যে ৩টিতেই বাংলাদেশের জয়। তাই সব ঝেরে ফেলে ওয়েস্ট ইন্ডিজকে আরও একবার হতাশ করার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। সাকিব-মাহমুদউল্লাহরা সেটা করতে পারেন কিনা, তা দেখতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে সবাইকে।