আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ করোনাভাইরাসে আক্রান্ত
আর্জেন্টাইন ফুটবল ইতিহাসে তার নামটি বিরাট অক্ষরে লেখা। কার্লোস বিলার্দোর তত্ত্বাবাধানেই সর্বশেষ বিশ্বকাপ জেতে দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিদের দেশ। আর্জেন্টিনার বিশ্বজয়ী এই কোচ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আক্রান্ত হলেও ৮২ বছর বয়সী বিলার্দো ভালো আছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে তার পরিবার। বিলার্দোর শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই।
১৯৮৬ বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। দিয়েগো ম্যারাডোনার জাদুকরী পায়ে বিশ্বমাত করে দলটি। বিশ্বজয়ী দলটির কোচ ছিলেন বিলার্দো।
এর পরের বিশ্বকাপেও আর্জেন্টিনার কোচের দায়িত্বে ছিলেন বিলার্দো। ৯০ বিশ্বকাপেও আর্জেন্টিনা ফাইনাল খেলে। যাদের হারিয়ে ৮৬ বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা, সেই জার্মার্নির কাছেই ৯০ বিশ্বকাপের ফাইনাল হারেন ম্যারাডোনারা।
বিলার্দোর সেই আমলটাই আর্জেন্টাইনদের সর্বশেষ ভালো লাগার অধ্যায়। এরপর ফুটবল বিশ্বকাপ মানেই সাদা-আকাশীদের হৃদয় ভাঙার গল্প। বিলার্দোই সর্বশেষ ব্যক্তি, যিনি আর্জেন্টিনার কোচ হিসেবে শিরোপা ছুঁয়ে দেখেছেন।
আর্জেন্টিনা যুব দলের হয়ে খেলা বিলার্দো ১৯৬৮ থেকে ১৯৭০ সাল পর্যন্ত এস্তুদিয়ান্তেসের হয়ে খেলেছেন। এ সময় লিবের্তাদোরেসের তিনটি শিরোপা জেতেন তিনি। বিলার্দোর সুস্থতা কামনা করে টুইটারে পোস্ট দিয়েছে এস্তুদিয়ান্তেস।